চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে নতুন সংসদ ভবনের (Parliament Building)। সূত্রের খবর অনুযায়ী, ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছিলেন, আর সেই কথা ভেবেই চলতি মাসের ২৬ তারিখ নতুন সংসদ ভবন উদ্বোধন হতে পারে।
২০১৫ সালের ১৫ জানুয়ারি ত্রিকোণাকৃতি নতুন সংসদ ভবনের কাজ শুরু হয়েছিল। শুভদিন দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন সংসদ ভবন উদ্বোধন করবেন।
জানা গেছে, যে সংসদ ভবনটি তৈরি হচ্ছে তার তিনটি দরজা রয়েছে। তবে দরজাগুলির নামকরণও করা হয়েছে। নামগুলি হল- জ্ঞান দ্বার, শক্তি দ্বার ও কর্ম দ্বার। সংসদ ভবনে ভিআইপি, এমপি ও অন্যান্যাদের প্রবেশের জন্য আলাদা আলাদা প্রবেশদ্বার থাকবে।
দেশের গণতান্ত্রিক ঐতিহ্যকে তুলে ধরার জন্যই নির্মাণ করা হচ্ছে এই নতুন সংসদ ভবন। এই ভবনে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সুভাষ চন্দ্র বসু ও দেশের অন্যান্য প্রধানমন্ত্রীদের ছবিও রাখা হবে। কোনারক সূর্য মন্দিরের চাকার সঙ্গে কৌটিল্যের একটি ছবি নতুন সংসদ ভবনে স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
জানা গিয়েছে, ৬৪,৫০০ বর্গমিটার এলাকা জুড়ে ত্রিকোণাকৃতি নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে। এমপিদের বসার জন্য ১২২৪ জনের টি আসন করা হয়েছে। একটি লাইব্রেরি, একাধিক কমিটি রুম, সঙ্গে থাকবে ডাইনিং রুমও। ভবনটি তৈরি করতে খরচ পড়েছে আনুমানিক ৯৭০ কোটি টাকা।