Mocha Cyclone: শুনসান সাগর তীরে মৃত্যুর প্রতীক্ষা…তলিয়ে যেতে পারে বিশ্ববিখ্যাত সেন্ট মার্টিন

শুনসান সাগরের তীর। দূর থেকে শোনা যাচ্ছে মাইকিং ‘আসছে ঝড় সবাই সাবধানে থাকুন…’। নিঝুম হয়ে গেছে জনচঞ্চল  সেন্ট মার্টিন দ্বীপ ও শাহপরীর দ্বীপের উপকূল এলাকা।…

শুনসান সাগরের তীর। দূর থেকে শোনা যাচ্ছে মাইকিং ‘আসছে ঝড় সবাই সাবধানে থাকুন…’। নিঝুম হয়ে গেছে জনচঞ্চল  সেন্ট মার্টিন দ্বীপ ও শাহপরীর দ্বীপের উপকূল এলাকা। ধেয়ে আসছে সামুদ্রিক ঘূর্ণি মোকা (Mocha Cyclone)।

বাংলাদেশ (Bangladesh) আবহাওয়া বিভাগের সতর্কতা এই ঝড়ের সরাসরি আঘাতে দ্বীপগুলিতে প্রবল জলোচ্ছ্বাস দেখা যাবে। কমপক্ষে ৮-১০ বা ১২ ফুট উচ্চতার সামুদ্রিক ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা। এতে সাময়িকভাবে সেন্ট মার্টিন দ্বীপ তলিয়ে যেতে পারে।

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সামুদ্রিক ঘূর্ণিঝড় মোকা। সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতির সামনে পড়েছে বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ঝড়ের আতঙ্কেই দ্বীপ ছেড়েছেন তিন হাজারের বেশি বাসিন্দা। তবে দ্বীপে থেকে গেছেন আরও কয়েক হাজার মানুষ। তারা জলোচ্ছ্বাসে তলিয়ে যেতে পারেন এমন আশঙ্কা।

সেন্ট মার্টিন থেকে আর বঙ্গোপসাগর ও নাফ নদীর পথ ধরে মূল ভূখণ্ডের টেকনাফ পর্যন্ত নৌ চলাচল করছে না। ফলে দ্বীপটি ছেড়ে যারা যেতে পারেননি, তারা চোখের সামনে বিশাল সাগরের রাক্ষুসে ঢেউয়ের সামনে পড়তে চলেছেন। এ যেন এক দমবন্ধকর পরিস্থিতি।

বাংলাদেশ সরকার জানিয়েছে সামুদ্রিক ঘূর্ণির পরিস্থিতি বিচার করে নৌ বাহিনী ও উপকূলরক্ষী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

বাংলাদেশ নৌ বাহিনী জানাচ্ছে ঘূর্ণিঝড় মোকা মোকাবিলায় উপকূলীয় এলাকায় দুর্যোগ পরবর্তী জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য ২১টি জাহাজ, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট প্রস্তুত।

বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী জানাচ্ছে, উপকূলীয় দ্বীপসমূহ, চরাঞ্চল, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে রাখার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় চলাকালীন ও পরবর্তী সময়ে কোস্ট গার্ডের সকল জোন, জাহাজ, বোট, স্টেশন, আউটপোষ্ট, ডিজাস্টার রেসপন্স এন্ড রেস্কিউ টিম, মেডিকেল টিম ও ডুবুরি টিম প্রস্তুত রয়েছে।