Bankura: বাঁকুড়ায় তৃ়ৃণমূলকে শূন্য করে পঞ্চায়েত দখল সিপিআইএমের

বাঁকুড়ায় (Bankura) আচমকা (TMC) টিএমসির দখল থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিল (CPIM) সিপিআইএম। এই ঘটনায় জেলার গণ্ডী ছাড়িয়ে রাজ্যে শুরু শোরগোল। একেবারে শূন্য হয়ে গিয়েছে শাসকদল।…

short-samachar

বাঁকুড়ায় (Bankura) আচমকা (TMC) টিএমসির দখল থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিল (CPIM) সিপিআইএম। এই ঘটনায় জেলার গণ্ডী ছাড়িয়ে রাজ্যে শুরু শোরগোল। একেবারে শূন্য হয়ে গিয়েছে শাসকদল। বাঁকুড়ার আতাপুর এখন বাম দখলে।

   

জেলার আতাপুর পঞ্চায়েতে আস্থা ভোটে তূণমুলেরই পঞ্চায়েত প্রধান সহ ১৮ জন সদস্য সরাসরি সিপিআইএমে আস্থা রেখেছেন। পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে সিপিআইএম।

২০১৮ সালে মাত্র দুইজন বাম সদস্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী হযেছিলেন। আতাপুরে “১৮-০” ব্যবধানে সিপিআইএম জয় লাভ করল।