Mohammedan SC: শেয়ার বাড়াতে চাইছে বাঙ্কারহিল? নয়া পরিকল্পনা সাদা-কালো কর্তাদের

এবার নিজেদের লগ্নিকারী সংস্থা তথা বাঙ্কারহিলের সঙ্গে মতের বিরোধ দেখা দিয়েছে সাদা-কালোর অন্দরে। বছর কয়েক আগে থেকেই একাধিক ইস্যু নিয়ে লগ্নিকারী সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।

Mohammedan SC Officials Introduce Bunkerhill's Plan to Increase Share Amount

একটা সময় কোয়েস থেকে শুরু করে শ্রীসিমেন্টের মতো বৃহৎ লগ্নিকারী সংস্থার সঙ্গে একাধিক বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল লাল-হলুদ শিবির। তবে বর্তমানে ইমামির সঙ্গে গাঁটছড়া বাধার পর থেকে এখনো শান্তি বজায় রয়েছে লেসলি ক্লডিয়াস সরনীর এই ক্লাবে। তবে সময় ও পরিস্থিতি ভেদে ইনভেস্টর ইস্যু নিয়ে বারংবার উত্তপ্ত হচ্ছে কলকাতা ময়দান। এবার নিজেদের লগ্নিকারী সংস্থা তথা বাঙ্কারহিলের সঙ্গে মতের বিরোধ দেখা দিয়েছে সাদা-কালোর অন্দরে। বছর কয়েক আগে থেকেই একাধিক ইস্যু নিয়ে লগ্নিকারী সংস্থার সঙ্গে বিবাদে জড়িয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।

তবে পরে সেই সমস্যার উন্নতি ঘটলেও এবার ফের আগামী মরশুমের দল গঠনের পূর্বে দেখা দিল সেই বিবাদ। পরিস্থিতি একটা সময় এতটাই গুরুতর হয়ে ওঠে যে ময়দানের এই তৃতীয় প্রধানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় তাদের ইনভেস্টর বাঙ্কারহিল। তবে ঈদের পরবর্তীতে সময় উভয়পক্ষের বৈঠকের দরুন অনেকটাই সামাল দেওয়া গিয়েছে সেই পরিস্থিতি।

তবে এবার উঠে আসল এক নয়া তথ্য। শোনা যাচ্ছে, আগামী মরশুমে দল গঠনের পাশাপাশি ভবিষ্যতে আইএসএলের মতো দেশের সর্বাধিক জনপ্রিয় লিগ খেলার মতো বিষয় গুলিকে মাথায় রেখে শেয়ারের পরিমান বাড়াতে চাইছে তাদের লগ্নিকারী সংস্থা। পূর্বে ইনভেস্টর ও ক্লাব কর্তা উভয়ের পক্ষে পঞ্চাশ শতাংশ করে শেয়ার থাকলেও এবার নাকি তা বাড়িয়ে ৭০ থেকে ৭৫ শতাংশ চাইছে বাঙ্কারহিল। অর্থাৎ ক্লাবের সিংহভাগ শেয়ার নিজেদের হাতে রাখতে চাইছে এই সংস্থা। যা সামনে আশা মাত্র ই রীতিমতো হইচই পড়ে গিয়েছে সমর্থকদের মধ্যে। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি ক্লাব কর্তাদের তরফে।

বলাবাহুল্য, কিছু বছর আগেই নিজেদের পঞ্চাশ শতাংশ শেয়ার থেকে আরো কিছুটা বৃদ্ধি করতে চেয়েছিল বাঙ্কারহিল। এক্ষেত্রে একান্ন শতাংশ শেয়ারের দাবি ছিল তাদের। তবে শেষ পর্যন্ত অনেক কাঁঠখড় পুড়িয়ে পঞ্চাশ শতাংশেই রাজি হয়েছিল বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং। তাহলে কি এবার লগ্নিকারী সংস্থার চাহিদা মতো শেয়ারের পরিমাণ বাড়াবে মহামেডান ? সেই নিয়ে এখনো কিছু জানানো হয়নি। তবে একটা সময় এই সংস্থার আশার পর থেকেই খুশির দিন এসেছিল রেড রোডের তাঁবুতে। বহু দিনের প্রতীক্ষার পর কলকাতা লিগ জিতেছিল মহামেডান।

পাশাপাশি ভালো পারফরম্যান্স ও করতে শুরু করেছিল আইলিগ ও ডুরান্ডের মতো টুর্নামেন্টে গুলিতে। তবে শেষ মরশুমের আইলিগে একেবারে হতশ্রী পারফরম্যান্স থেকেছে দলের। তাই সমস্ত কিছু বিবেচনা করে আগামী দিনের কথা মাথায় রেখে কি সিদ্ধান্ত নেন ক্লাব কর্তারা এখন সেটাই দেখার।