গত ৫ মে মুক্তি পেয়েছে অদা শর্মা (Adah Sharma)অভিনীত ছবি কেরালা স্টোরি (The Kerala Story)। আর মুক্তি পেতেই তা সুপার ডুপার হিট। সম্প্রতি তরণ আদর্শ একটি টুইট করেছেন। সেখানে লিখেছেন, ‘দ্য কেরালা স্টোরি বাউন্ডারির বাইরে বল পাঠাল। একেবারে ছয়। দুর্দান্ত শুরু হল এই ছবির। অদা শর্মা অভিনীত ছবি কেরালা স্টোরির প্রমোশন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নিজে। যেই অদা শর্মার অভিনয় দেখে চোখে জল চলে আসছে সিনেমা প্রেমীদের। সেই মেয়েটির আসল কাহিনী জানলে অবাক হবেন আপনিও । চলুন জেনে নেওয়া যাক…
অদা শর্মা ১১ মে, ১৯৯১ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন। তার পিতা এস এল শর্মা ছিলেন তামিল পরিবারের লোক। অন্যদিকে তার মা শীলা শর্মা ছিলেন কেরালার বাসিন্দা। সেই কেরালা যার উপরে দ্যা কেরালা স্টোরি ছবিটি তৈরি করা হয়েছে। অদা শর্মা তামিল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি মুম্বাইয়ের বাসিন্দা। তার পিতা এস এল শর্মা ছিলেন ইন্ডিয়ান মার্চেন্ট নেভির ক্যাপ্টেন। কথায় আছে, যেটা আপনি নিজের চোখে দেখবেন, সেটা অনুভব করতে পারবেন সহজেই। অদা শর্মার সাথেও এই কথাটি একেবারে খেটে যায়। কেরালা স্টোরিতে যে মেয়ের কাহিনী দেখানো হয়েছে, তাদের পরিস্থিতি তিনি খুব কাছ থেকে অনুভব করেছেন।
ছোটবেলা থেকে মায়ের সাথে কেরালা-তামিলনাড়ু বিভিন্ন জায়গায় ঘুরতেন অদা । কিভাবে হিন্দু এবং খ্রিস্টান ধর্মের মহিলাদের জোর করে ইসলাম ধর্মে নিয়ে আসা হতো, এবং তাদের উপর কি রকম জোড়জুলুম, অত্যাচার করা হতো, এই ঘটনা ছোটবেলা থেকেই শুনে এসেছেন । দশম শ্রেণীর পড়াশুনা চলাকালীন তিনি বুঝতে পারেন তার অভিনয়ের দিকে ঝোঁক তৈরি হয়েছে। এরপর তিনি ঠিক করেন পড়াশুনা ছেড়ে দিয়ে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করবেন। মেয়ের মধ্যে অভিনয়ের আগ্রহ তৈরি হয়েছে একথা জানার পর তার বাবা তার ওপর প্রচণ্ড রেগে যান। এবং অভিনয়ের জন্য এক কথায় না করে দেন। তবে, মেয়েও জেদী! অভিনয়ই করবে।
অদা শর্মার জীবনে মোর আসে, ২০১৪ সালে পিতা এস এল শর্মার মৃত্যুর পর থেকে। ২০০৮ সালে মুক্তি পাওয়া নাইনটি টুয়েন্টি ছবির মধ্যে দিয়ে সিনেমা জগতে হাতে খড়ি তাঁর। এটি ছিল তার জীবনের প্রথম সিনেমা। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটি ছবিও সুপার হিট হয়নি তার। কিন্তু ছবিগুলির মধ্যে দিয়ে ভালো অভিনয়ের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
কথায় আছে সময় পরিবর্তনশীল। দীর্ঘ ১৪ বছর পর কেরালা স্টোরি তার জীবনের চাকাকে ঘুড়িয়ে দিল। কেরালা স্টোরিই হচ্ছে একমাত্র সিনেমা যা প্রথমবার কাশ্মীর ফাইলের মতো ছবির রেকর্ড ভাঙতে চলেছে। এই কেরালা স্টোরিতে দেখানো হয়েছে কিভাবে জিহাদীরা হিন্দু এবং খ্রিস্টান মহিলাদেরকে নিজেদের ফাঁদে এনে তাদের জীবন ধ্বংস করে। দেখানো হয়, হিন্দু এবং খ্রিস্টান মহিলাদের আফগানিস্তান এবং বিভিন্ন ইসলামী দেশে পাঠানো হচ্ছে।
তামিল এবং কেরালার সাথে অদা শর্মার সম্পর্ক বহুদিনের তাই সেখানকার বাস্তব পরিস্থিতি তিনি জানেন। সেই মতোই তাঁর অভিনয় ফুটে উঠেছে পর্দায়, যা জল এনে দিয়েছে সিনেমা প্রেমীদের চোখে।