Largest Country in the World: বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? বেশিরভাগই জানে না

Largest Country in the World: ৯৯%-ই জানেনা বিশ্বের সবথেকে বড় দেশ কোনটি! আপনিও কি তাদের মধ্যে একজন? যদি না জেনে থাকেন, জানুন বিস্তারিত।

Largest Country in the World

Largest Country in the World: ৯৯%-ই জানেনা বিশ্বের সবথেকে বড় দেশ কোনটি! আপনিও কি তাদের মধ্যে একজন? যদি না জেনে থাকেন, জানুন বিস্তারিত। আয়তনের দিক থেকে বিশ্বের সবথেকে বড় দেশ রাশিয়া। যার পূর্বের নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। এই দেশের রাজধানী হলো মস্কো।

Advertisements

মস্কো : গোটা বিশ্বে তথা পৃথিবীতে মোট ১৯৫ টিরও বেশি দেশ রয়েছে। এসব দেশগুলোর মধ্যে কোনওটি আকারে অনেক বড় আবার কোনওটি একদম ছোট। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে, বহু বড় বড় দেশ ভেঙে একাধিক ছোট দেশে পরিণত হয়েছে। আবার একাধিক ক্ষুদ্র রাষ্ট্র মিলে একটি বৃহৎ দেশ গঠন করেছে। তবে ছোট দেশগুলোর তুলনায় বড় দেশগুলোতে ভৌগলিক, জলবায়ুগত ও জীবজগতের অধিক বৈচিত্ৰতা লক্ষ্য করা যায়।
চলুন জেনেনিই আয়তনের দিক থেকে পৃথিবীর সবথেকে বড় দেশ রাশিয়া সম্পর্কে।

   

আয়তনে বিশাল এই দেশটির পূর্ব নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। এই দেশের রাজধানী মস্কো, আগেই জানিয়েছি। উত্তর এশিয়া ও পূর্ব ইউরোপের বিশাল অংশজুড়ে রাশিয়ার অবস্থান। আয়তনে ইউরোপ মহাদেশের চেয়ে বৃহত্তম দেশ রাশিয়া। এর আয়তন প্রায় ১৭.০৯৮ মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের ১১% জায়গা দখল করে আছে। এই দেশে জনসংখ্যা প্রায় ১৪ কোটি। এই দেশটি খনিজ সম্পদে পরিপূর্ণ। তবে দুঃখের বিষয় এর বেশিরভাগই উত্তোলনযোগ্য নয়। সারা বছর এই দেশটিতে শীতল জলবায়ু বিরাজ করে, ফলে একে শীতের দেশ বা শীতলতম দেশও বলে।

Advertisements

চীনের মত এই দেশের সীমান্তও ১৪ টি দেশের সাথে সংযুক্ত। বিশাল আয়তনের জন্য এই দেশটি বিশ্বের সবথেকে বৃহত্তম দেশের খেতাব ছিনিয়ে নিয়েছে।