সংঘর্ষ থামলেও মণিপুর (Manipur) থমথমে। প্রকাশ্যে যেভাবে একের পর এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে তার বিবরণ দিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। তেমনই ঘটনা হল, ইম্ফলে এক আয়কর আধিকারিককে (income tax officer) তার ঘর থেকে টেনে বের করে গুলি করে খুনের ঘটনা। এছাড়া এক কমান্ডোকে (Comando) গুলি করে মেরে ফেলার অভিযোগ উঠছে।
মণিপুর থেকে উঠে আসছে এ রাজ্যে বসবাসকারী বাংনাভাষীদের উপর হামলার একটার পর একটা অভিযোগ। ইম্ফলে থাকা বাঙালিরা তীব্র আতঙ্কে। তাদের অভিযোগ, হামলাকারী মেইতেই গোষ্ঠির। তারা ঘরে ঢুকে বাঙালিদের গলা কেটে খুনের হুমকি দিয়ে রাজ্য ছাড়তে বলছে।
মণিপুরের সাম্প্রতিক সংঘর্ষে সরকারিভাবে শনিবার দুপুর পর্যন্ত কোনও মৃত্যুর কথা বলা হয়নি। তবে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদক মণিপুর থেকে ‘ভয়াবহ পরিস্থিতি’ বর্ণনা করেছেন। এই প্রতিবেদনগুলিতে বলা হয়েছে নিহতের সংখ্যা কমপক্ষে ৩০ জন।
ইম্ফলে নিহত ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (IRS) আধিকারিকের নাম লেটমিনথাং হাওকিপ। IRS অ্যাসোসিয়েশন জানিয়েছে ওই আয়কর কর্মকর্তাকে তার অফিসিয়াল অ্যাপার্টমেন্ট থেকে “টেনে বের করে’ খুন করা হয়েছে।
টুইট বার্তায় আইআরএস অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে এই খুনের নিন্দা করে লিখেছে, ইম্ফলের ট্যাক্স সহকারী লেটমিনথাং হাওকিপের মৃত্যু হয়েছে। কোনও কারণ বা আদর্শই কর্তব্যরত একজন নিরপরাধ সরকারি কর্মচারীকে হত্যার ন্যায্যতা দিতে পারে না। এই কঠিন সময়ে তার পরিবারের সাথে রয়েছে অ্যাসোসিয়েশন।
সংঘর্ষে জ্বলতে থাকা চূড়াচাঁদপুর এলাকায় ছুটিতে থাকা সিআরপিএফ কোবরা কমান্ডোকে বিক্ষোভকারীরা গুলি করে খুন করেছে বলে অভিযোগ। ২০৪ তম কোবরা ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির কনস্টেবল চোনখোলেন হাওকিপকে প্রকাশ্যে পুলিশের মতো ইউনিফর্ম পরিহিত হামলাকারীরা খুন করে। অ়ভিযোগ এই হামলাতেও জড়িত মেইতেইরা।
চূড়াচাঁদপুরেই চার জনকে গুলি করে খুন করা হয়। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় এবং কুকি উপজাতির মধ্যে ভয়াবহ সংঘর্ষের মাঝে পরপর খুন হয়েছে।
অভিযোগ, বিজেপি শাসিত মণিপুরে স্থানীয় সংখ্যাগুরু মেইতেই গোষ্ঠির তরফে ইম্ফল, চুড়াচাঁদপুর সহ বিভিন্ন এলাকায় হামলা সংঘটিত হয়েছিল। প্রতিবেদনগুলিতে উঠে এসেছে, মেইতেইদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে রাজ্যের কুকি, নাগা সহ বিভিন্ন উপজাতি গোষ্ঠি।
অভিযোগ, রাজ্যে বিভাজনের রাজনীতি চালাচ্ছে বিজেপি। উপজাতি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কয়েকটি চার্চে আগুন ধরানো হয়। এর পরেই শুরু হয় মেইতেই বনাম উপজাতিদের সংঘর্ষ।
রাজ্যে সংখ্যাগুরু হিন্দু ধর্মাবলম্বী মে়ইতেইদের দীর্ঘদিনের দাবি উপজাতি তালিকায় তাদের অন্তর্ভুক্ত করতে হবে। আর উপজাতিদের অভিযোগ, সংরক্ষিত এলাকা থেকে রাজ্য সরকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে। একাধিক চার্চ ভেঙেছে বিজেপি সরকার। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।