আবদুল করিম চৌধুরী (Karim Choudhary) বিদ্রোহে অনড়। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বয়কট করেই চলেছেন। উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক ইতিমধ্যেই তাঁর গোষ্ঠির শক্তি দেখিয়ে দলেরই জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের বিরুদ্ধে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরব।
বিধায়কের দাবি,তিনি দলে গুরুত্ব পাচ্ছেন না। এমনকি দলীয় কর্নী খুনের ঘটনায় যে অভিযোগ করেছেন তা দলগতভাবে খতিয়ে দেখা হয়নি। সবমিলে উত্তর দিনাজপুর জেলায় চরম বিড়ম্বিত তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলে নবজোয়ার নিয়ে উত্তর দিনাজপুরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা ছাড়ার আগে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠকে অনুপস্থিত বিধায়ক আবদুল করিম চৌধুরী। তৃণমূলে ফাটল ধরিয়ে বেরিয়ে যেতে পারেন বিধায়ক? এমন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে সৎ প্রার্থী বাছতে গিয়ে হিমশিম খাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর জেলার গোপন ব্যালট ভোট নিয়ে তৃণমূলের অন্দরের গোষ্ঠীকোন্দল চরমে। এর মাঝে বিধায়ক আবদুল করিম চৌধুরীর বিদ্রোহ আরও বাড়ছে। তিনি নিজেকে বিদ্রোহী বলেই দাবি করছেন।
ইসলামপুরে অভিষেকের সভা বয়কট করে বাড়িতেই বসেছিলেন আবদুল করিম চৌধুরী। সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরা। দলের নেতাদের বিরুধে ক্ষোভ উগরে দেওয়ার পর নিজের অবস্থানে অনড় ছিলেন বিধায়ক। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা জেলা সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত থেকে দলকে কড়া বার্তা দিলেন তিনি।