পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম (Birbhum) জেলায় ফের শাসক শিবিরে নামল সমর্থন ধ্বস। চারশো জনের বেশি তৃণমূল কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগ দিলেন। গত কয়েক সপ্তাহ ধরে এই জেলায় একের পর এক পঞ্চায়েতে এলাকায় তৃণমূল ত্যাগের পর্ব চলছে। সিপিআইএম বীরভূম জেলা কমিটির দাবি, আরও ভাঙবে শাসক দল।
বীরভূম জেলা সিপিআইএম সূত্রে জানা যাচ্ছে, বোলপুর এরিয়ার সাত্তোরের বিষ্ণুখন্ডা গ্রামের চার শতাধিক মানুষ তৃণমূল ছেড়েছেন। তারা সিপিআইএমের পতাকা তুলে নিয়েছেন।
তৃণমূল দলত্যাগ করে বাম শিবিরে আসা বিষ্ণুখণ্ডা গ্রামবাসীরা জানান, শাসকের দুর্নীতি ও অত্যাচার লাগামছাড়া। তাই সিপিআইএমে যোগ দিলাম আমরা। তারা এও জানান, বাম জমানার পতনের পরেও বাম সমর্থক হওয়ার কারণে প্রবল নিপীড়নের শিকার হতে হয়। তখন বাধ্য হয়ে তৃণমূলকে সমর্থন করতে হয়েছিল। এবার আর তা হবে না।
তাৎপর্যপূর্ণ, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে অনুব্রত মণ্ডলের নিজের জেলা বীরভূমে ততই শাসক শিবির ছেড়ে সিপিআইএমে যোগদান চলছে। গোরু পাচার মামলায় বীরভূম জেলা তৃ়ণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দি। অনুব্রতহীন বীরভূমে তৃ়ণমূলের সংগঠন নিজ দায়িত্বে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।