সুপার কাপ থেকে ছিটকে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আজ সুপার কাপ (Super Cup) টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ইএমএস স্টেডিয়ামে জামশেদপুর এফসির (Jamshedpur FC) মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে জামশেদপুরের ঘনঘন আক্রমণ কিছুতেই সামলাতে পারছিল না বাগান ডিফেন্স।
যারফলে, নির্ধারিত সময়ে ৩-০ গোলে পরাজিত হতে হল হুয়ান ফেরেন্দোর ছেলেদের। জামশেদপুরের হয়ে জোড়া গোল করেন বরিস সিং ও একটি গোল করেন হ্যারি সয়ের। তাদের করা গোলেই পরাজিত হতে হয় প্রীতমদের।
এবারের আইএসএল জয়ের পর থেকেই যথেষ্ট ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল বাগান ফুটবলারদের। তাই প্রথম ম্যাচে গোকুলাম কেরালার বিপক্ষে সহজেই জয় ছিনিয়ে নিতে পেরেছিল এটিকে মোহনবাগান। তবে আজ দ্বিতীয় ম্যাচে জামশেদপুরের মুখোমুখি হতেই ধরাশায়ী হতে হয় তাদের। উল্লেখ্য, এটিকে মোহনবাগানের মতোই এবার এফসি গোয়া কে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল জামশেদপুর। যারফলে, আজকের ম্যাচ যে রোমাঞ্চকর হয়ে উঠবে তা ধারনা করা গিয়েছিল অনেক আগেই। কিন্তু ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বারংবার আক্রমণ কার্যত দিশেহারা হয়ে পড়ে বাগান ফুটবলাররা।
এই সুযোগকে কাজে লাগিয়েই ম্যাচের ২২ মিনিটের মাথায় বিশাল কে পরাজিত করে বল গোলে ঠেলে দেন প্রতিপক্ষের বরিস। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় জামশেদপুর। তারপর পাল্টা আক্রমণ শানানোর চেষ্টা করলে ও তা কাজে আসেনি। বরং প্রথমার্ধের শেষের দিকে প্রায় ৪২ মিনিটের মাথায় ফের বাগান রক্ষনে ভাঙন ধরিয়ে দ্বিতীয় গোল করেন বরিস সিং। প্রথমার্ধের শেষে ২-০ গোলে পিছিয়ে থাকে এটিকে মোহনবাগান।
দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন ফুটবলারদের কিছুটা চনমনে দেখালে ও প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতে তখন নাজেহাল দশা সবুজ-মেরুন ডিফেন্ডারদের। সুযোগ বুঝে ফের গোল করে যান দলের ভরসাযোগ্য ফুটবলার হ্যারি সয়ের। যারফলে, নির্ধারিত সময়ের শেষে ৩-০ গোলে পরাজিত হতে হয় এটিকে মোহনবাগান কে। আজকের এই পরাজয়ের ফলে, এবারের সুপার কাপ থেকে প্রায় বিদায় নিশ্চিত ফেরেন্দোদের।