iPhone ব্যবহারকারীদের জন্য নতুন প্রযুক্তি নিয়ে এল True caller

বর্তমানে স্মার্টফোনের যুগে সেই প্রযুক্তিও নিয়ে এসেছে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থা। বর্তমানে ভারতীয় বাজারে সেরকম একটি প্রযুক্তি নির্ভর app হলো True caller। সাম্প্রতিক সময়ে আমরাই নামের সাথে সকলেই পরিচিত।

Truecaller's Latest Technology for iPhone Users

বিংশ শতাব্দী শুরু থেকে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, আর যত দিন যাচ্ছে প্রযুক্তি নানাভাবে সাধারণ মানুষের উপকারে এগিয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে আমরা প্রযুক্তি ছাড়া এক মুহূর্ত চলতে পারিনা। বাড়ির এলইডি টিভি থেকে শুরু করে কম্পিউটার সবকিছুই প্রযুক্তি নির্ভর আর সেইসাথেই যুক্ত হয়েছে বিভিন্ন স্মার্টফোন।

একটা সময় ছিল যখন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকতো ল্যান্ড লাইন ফোন কিন্তু তাতে কে ফোন করছে তার নাম্বার কিংবা তার পরিচয় সম্পর্কে জানা যেত না। তবে বর্তমানে স্মার্টফোনের যুগে সেই প্রযুক্তিও নিয়ে এসেছে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থা। বর্তমানে ভারতীয় বাজারে সেরকম একটি প্রযুক্তি নির্ভর app হলো True caller। সাম্প্রতিক সময়ে আমরাই নামের সাথে সকলেই পরিচিত।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সমীক্ষা বলছে, বর্তমানে আমাদের দেশে প্রায় ৩ কোটির উপর মানুষ এই প্রযুক্তির উপর নির্ভরশীল। যার ফলে স্মার্ট ফোনে কোন অচেনা নাম্বার থেকে ফোন এলে সেই ব্যক্তির বিস্তারিত বিবরণ এবং সেটি কোন জায়গা থেকে ফোন করছে তাও উঠে আসে স্মার্টফোন ব্যবহারকারী সামনে। তবে এতদিন পর্যন্ত ios apple ব্যবহারকারীদের কাছে এই ধরনের কোন এপ্লিকেশন ছিল না।

তবে এবার Apple ব্যবহারকারীদের জন্য নতুন প্রযুক্তি নিয়ে এলো Truecaller। জানা গিয়েছে লাইভ কলার আইডি নামে একটি পরিষেবা নিয়ে এসেছে তারা। যার মাধ্যমে অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহারকারীদের মতো ফোনের ওপরে থাকে ব্যক্তির সমস্ত বিবরণ জানতে পারবেন তারা। যদিও iphone ব্যবহারকারীদের এই প্রযুক্তি ব্যবহার করার জন্য দিতে হবে টাকা। সংস্থা তরফ থেকে জানা গেছে, আপাতত দুটি পলিসি নিয়ে এসেছে তারা যার মধ্যে প্রথমটি হলো বার্ষিক ৫২৯ টাকা এবং তিন মাসের পলিশের জন্য দিতে হবে ১৭৯ টাকা।