Sayan Banerjee: ২১ বছর বয়সে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় ট্রফি জিততে পারেন সায়ন

এত কম বয়সে ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের হয়ে পরপর ট্রফি জেতা মুখের কথা নয়। একুশ বছর বয়সী সায়ন ব্যানার্জী (Sayan Banerjee) ইস্টবেঙ্গলের হয়ে জিততে পারেন…

Sayan Banerjee, East Bengal, football

এত কম বয়সে ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের হয়ে পরপর ট্রফি জেতা মুখের কথা নয়। একুশ বছর বয়সী সায়ন ব্যানার্জী (Sayan Banerjee) ইস্টবেঙ্গলের হয়ে জিততে পারেন দ্বিতীয় ট্রফি।

বিগত কয়েক মরসুমের তুলনার এবারের মরসুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স অনেকটাই ভালো হয়েছে। এবার ক্লাবের অন্যতম আবিষ্কার সায়ন ব্যানার্জী। অভিজ্ঞ কোচ কার্লেস কুয়াদ্রতের কোচিংয়ে ট্রফি খরা কাটিয়েছে লাল হলুদ ব্রিগেড। সুপার কাপ জয়ের স্বাদ পেয়েছেন সায়ন ব্যানার্জীরা।

   

আরও একটা ট্রফি জিততে পারে ইস্টবেঙ্গল। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের সেমিফাইনালে পৌঁছেছে মশাল বাহিনী। ইস্টবেঙ্গলের এই দলের হয়েও খেলছেন সায়ন। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেরালার মুথুট ফুটবল অ্যাকাডেমি।

RFDL-এ যে ক’টি দল অংশ নিয়েছে তার মধ্যে অন্যতম মুথুট ফুটবল অ্যাকাডেমি। ইস্টবেঙ্গলকে সেমিফাইনালের হার্ডল যে তারা খুব সহজে অতিক্রম করতে দেবে না সেটা বলাই বাহুল্য। ইস্টবেঙ্গলের আরএফডিএল স্কোয়াড বেশ শক্তিশালী। স্কোয়াডের একাধিক ফুটবলারের রয়েছে সিনিয়র দলের হয়ে খেলার অভিজ্ঞতা।

সায়ন ব্যানার্জী তো বটেই, সেই সঙ্গে আমন সিকে, বিষ্ণু পিভি, তন্ময় দাস, শ্যামল বেসরা, গুইতে, জোসেপ জাস্টিনরা নজর কেড়েছেন ইতিমধ্যে। কালীঘাট মিলন সংঘ থেকে উঠে আসা সায়ন সেমিফাইনালে সুযোগ পেলে কেমন খেলেন সে দিকে চোখ রাখবেন লাল হলুদ সমর্থকরা।