চলতি মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। একটা সময় নক আউট খেলা ঘিরে তীব্র অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সকলকে চমকে দিয়ে হায়দরাবাদ (Hyderabad FC) ও বেঙ্গালুরুকে পরাজিত করে ট্রফি জেতে সবুজ-মেরুন ব্রিগেড। বর্তমানে সুপার কাপ ঘরে তোলার লক্ষ্যে কেরালায় রয়েছে প্রীতমরা। আর এই টুর্নামেন্ট জিতলেই এফসি কাপ খেলার ছাড়পত্র পাবে গঙ্গাপাড়ের এই ক্লাব।
তাছাড়া চলতি মরশুমের শুরু থেকেই একজন দক্ষ স্ট্রাইকারের অভাবে ভুগেছে এটিকে মোহনবাগান। দলে হুগো বুমোস ও ম্যাকহিউর মতো তারকারা থাকলেও তাদের কেউই দক্ষ স্ট্রাইকার নন। তাছাড়া মাঝমাঠ নিয়ে ও মাঝে মাঝে দেখা দিয়েছে একাধিক সমস্যা। যারফলে, একাধিকবার পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে ফেরেন্দো ব্রিগেডকে। তাই আগামী মরশুমের জন্য এখন থেকেই এক অজি ফরোয়ার্ডের সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে গেছে এটিকে ম্যানেজমেন্ট। তিনি আসলে আগামী মরশুমে সবচেয়ে দামি বিদেশী হবেন তিনি।
তবে এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে এবার নাকি হায়দরাবাদ এফসির অন্যতম ভরসাযোগ্য ফুটবলার মহম্মদ ইয়াসিরকে নিতে চাইছে এটিকে মোহনবাগান। বর্তমানে হায়দরাবাদ এফসি থেকে বার্ষিক ২ কোটি টাকা পান এই রাইট উইঙ্গার। তবে আগামী ২০২৫ পর্যন্ত পুরোনো দলের সঙ্গে চুক্তি রয়েছে ইয়াসিরের। তাই তাকে দলে আনতে গেলে বড় ট্রান্সফার ফি দিতে হবে সবুজ-মেরুন কে। যদিও তা নিয়ে পরিষ্কার ভাবে এখনো কিছু জানা যায়নি।