সাম্প্রতিককালে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে স্মার্টফোনের (Phone) ব্যবহার। বর্তমানে আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রগুলির মধ্যে অন্যতম হলো স্মার্টফোন। তাই এই যন্ত্র দিনের বেশিরভাগ সময় আমাদের সাথেই থাকে যার মধ্যে থাকে আমাদের বেশ কিছু গোপনীয় তথ্য।
আমরা মুহূর্তের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি এই স্মার্টফোনের মাধ্যমে শুধু তাই নয় পৃথিবীর যে কোন প্রান্তে ঘটে যাওয়া যেকোনো ঘটনা বিশদ বিবরণ পেতে পারিনি স্মার্টফোনের মাধ্যমে। তাই এক কথায় বলা চলে এই স্মার্টফোন হলো আমাদের প্রতিমুহূর্তের সঙ্গী কারণ স্মার্টফোন ছাড়া বর্তমানে গোটা বিশ্ব অচল।
তবে স্মার্টফোনকে সারাদিনে অন্তত একবার চার্জ দিতে হয়। অন্যদিকে বর্তমানে কাজের চাপে স্মার্টফোনকে চার্জ দেওয়ার সময়টুকু মেলেনা। তাই বাধ্য হয়ে বাড়ির বাইরে বিভিন্ন স্থানে আমাদের প্রিয় স্মার্টফোনটিকে চার্জ দিতে হয়। তবে আপনার অজান্তে সমস্ত গোপনীয় তথ্য জানতে পারছে না তো অন্য কেউ! সম্প্রতি আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই উঠে এসেছে এমন তথ্য। সূত্রের খবর, রেল স্টেশন থেকে শুরু করে বিমান বন্দর সর্বত্র নজর রাখছে প্রতারকরা।
মূলত ফোনের চার্জিং কেবল দিয়ে তারা যেকোন স্মার্টফোনের মধ্যে থাকা যাবতীয় গুরুত্বপূর্ন তথ্য পেয়ে যাচ্ছে সহজেই। শুধু তাই নয়, তাদের হাতে আসছে স্মার্টফোন ব্যবহারকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত যাবতীয় তথ্য। তাই রেল স্টেশন থেকে শুরু করে বিমান বন্দর অচেনা জায়গাই চার্জিং এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।