তাপপ্রবাহ (Heatwave) চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়ার আশঙ্কা। একই অবস্থায় প্রতিবেশি রাজ্য ওড়িশা। এ রাজ্যে তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ করা হয়েছে বিদ্যালয়।
ওড়িশা সরকার মঙ্গলবার থেকে ১৬ এপ্রিল পর্যন্ত স্কুল এবং অঙ্গনওয়াড়িগুলির জন্য ছুটি ঘোষণা করেছে৷ রাজ্যে বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
তাপপ্রবাহের মাঝে পশ্চিমবঙ্গেও কি বন্ধ হবে বিদ্যালয়? এমন প্রশ্ন উঠছে। তবে রাজ্য শিক্ষা দফতর এখনও কিছু জামায়নি। দক্ষিণবঙ্গের রাঢ় অঞ্চলের জেলাগুলিতে তীব্র দাবদাহ।
আবহাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় বু়ধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। পয়লা বৈশাখ পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর আগেই জানিয়েছে। আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের প্রধান সঞ্জীব বন্দোপাধ্যায় বলেছেন, একটানা শুষ্ক গরমে অসুস্থ হয়ে পড়ার প্রবল সম্ভাবনা।