বাংলা চলচ্চিত্রের অভিনেত্রীদের মধ্যে অন্যতম পূজা ব্যানার্জী (Puja Banerjee)। বাংলার মাচো মাস্তানা থেকে শুরু করে চ্যালেঞ্জ টু এবং রকির মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছিলেন তিনি। তবে শুধু বাংলা নয় পাশাপাশি হিন্দি ছবিতেও নিজের নাম করেছেন এই বাঙালি অভিনেত্রী। তাছাড়া বেশকিছু তামিল সিনেমাতেও দেখা মিলেছে তাঁর। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। বর্তমানে বাংলা সিনেমা না করলেও তিনি টলি পাড়ার অন্যান্য অভিনেত্রীদের মধ্যে একজন।
অভিনয়ের পাশাপাশি তাঁর লাস্যময়ী ফিগারের ভক্ত অনেকেই। তার কারণ অভিনেত্রী প্রায়ই বিভিন্ন খোলামেলা পোশাকে তাঁর ভক্তদের সামনে এসে উপস্থিত হন। আর সেই সমস্ত ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই সাথে পুরুষদের শরীরের উত্তাপ অনেকটাই বেড়ে যায়। একদিকে অভিনয় অন্যদিকে খোলামেলা পোশাক সবকিছুতেই সাবলীল ভাবে সক্রিয় অভিনেত্রী।
তবে বিনোদনের জগৎ বাদ দিলেও অভিনেত্রীকে মাঝেমধ্যেই দেখা যায় শশান মিডিয়ার পাতায়। তাঁর পরণে ওয়েস্টার্ন পোষাক থেকে শুরু করে ভারতীয় পোষাক সব কিছুই যেন অন্য মাত্রা পায়। আর তিনি তাঁর ভক্তদের সাথে মাঝে মধ্যেই নিজের নানা ধরনের ছবি শেয়ার করে নেন। সম্প্রতি ঠিক সেই রকমই এক ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রকাশ করেছেন অভিনেত্রী।
View this post on Instagram
সেখানে দেখা যাচ্ছে হালকা গোলাপী রঙের ঘাঘরা পরে রয়েছে অভিনেত্রী। আর সেই সাথে খোলা চুলে মাথায় টিকলি যেনো তাঁর সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে তুলেছে। ছবিটি ইতিমধ্যেই নেটিজেনদের নজরে এসেছে, আর তাতে স্বাভাবিক ভাবেই কমেন্টের বন্যা বয়ে দিয়েছে তাঁর গুণমুগ্ধ ভক্তরা।
#PujaBanerjee #BollywoodActress #IndianAttire #Colorful #Vibrant #ViralPhoto #SocialMedia