আইএসএল জয়ের পর এবার মিশন সুপার কাপ এটিকে মোহনবাগানের (Mohun Bagan)। চলতি মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ঘুড়ে দাঁড়িয়েছে গোটা দল। যাদের কে একটা সময় নক আউট পর্যায়ের বাইরে রাখা হচ্ছিল তারাই এবারের আইএসএল চ্যাম্পিয়ন। যদিও সেইসব নিয়ে এখন আর ভাবতে চাননা বাগান কোচ হুয়ান ফেরেন্দো।
চলতি মরশুমে আইএসএল জিতলেও একটুর জন্য হাতছাড়া হয়েছে লিগশিল্ড। যারফলে এফসি চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হারিয়েছে এটিকে মোহনবাগান। এবার শেষ ভরসা এফসি কাপ। তবে এফসি কাপ খেলার ছাড়পত্র পেতে গেলে তাদের জিততেই হবে দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট ‘সুপার কাপ’। সেজন্য গত ২ রা এপ্রিল থেকেই দল নিয়ে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরেন্দো।
তবে প্রথমদিকে সমস্ত খেলোয়াড়দের না পাওয়া গেলেও ধীরে ধীরে অনুশীলনে যোগ দিচ্ছেন সকলে। কাল থেকেই অনুশীলনে আসতে শুরু করেছেন প্রীতম কোটাল। সেইসাথে এসেছেন দিমিত্রি পেত্রাতোস। তাছাড়া এই টুর্নামেন্ট খেলতে না পারলেও দলের সাথে নিয়মি অনুশীলন করছেন ফিনল্যান্ড তারকা জনি কাউকো। কিন্তু এখনো পর্যন্ত নাকি অনুশীলনে যোগ দেননি অজি তারকা ব্রান্ডন হ্যামিল। তাহলে কি আসন্ন সুপার কাপ অভিযানের ক্ষেত্রে সবুজ-মেরুন একাদশের বাইরে থাকবেন হ্যামিল?
ঠিক এমনটাই ইঙ্গিত মিলছে ম্যানেজমেন্টের তরফ থেকে। উল্লেখ্য, গত মরশুমে চোট আঘাত নিয়ে একেবারে জর্জরিত ছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ডিফেন্ডার। যারফলে ম্যাচে খেলার খুব একটা সুযোগ আসেনি তার কাছে। এছাড়াও এবারের আইএসএল ফাইনালে ও প্রথম একাদশে হ্যামিল কে রাখেননি কোচ ফেরেন্দো।
তবে পরবর্তীতে তাঁকে মাঠে নামানো হলেও খুব একটা গেম টাইম পাননি ব্রান্ডন হ্যামিল। তাছাড়া ফিটনেস নিয়ে থেকে যাচ্ছে সংশয়। তাই হয়তো আসন্ন সুপার কাপে তাঁকে দলে নিয়ে বাড়তি চাপের মুখে পড়তে চাইছেন না বাগানের হেডস্যার। তাই সেক্ষেত্রে দেশীয় ডিফেন্ডারদের বাড়তি সক্রিয় করার পাশাপাশি স্লাভকোকে বাড়তি দায়িত্ব দিতে পারেন ফেরেন্দো।