Shaheed Minar: শহিদ মিনার চত্বরে অভিষেকের জনসভা বাতিল চেয়ে হাইকোর্টে মামলা

কেন্দ্রের সমতুল্য ডিএর দাবিতে প্রায় ৬০ দিন ধরে একটানা শহিদ মিনারের তলায় (Shaheed Minar Square) ধর্না ও অনশন কর্মসূচি জারি রেখেছে সরকারি কর্মচারিদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ।

Abhishek Banerjee addressing a rally at Shaheed Minar Square in Kolkata

কেন্দ্রের সমতুল্য ডিএর দাবিতে প্রায় ৬০ দিন ধরে একটানা শহিদ মিনারের তলায় (Shaheed Minar Square) ধর্না ও অনশন কর্মসূচি জারি রেখেছে সরকারি কর্মচারিদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার সেখানেই সভা করতে মরিয়া তৃণমূলের ছাত্র যুবর। আসবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সভার বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ডিএ আন্দোলনকারীদের একাংশ।

শহিদ মিনার চত্বরেই কেন অভিষেকের সভা প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, শহিদ মিনার চত্বরে এখনও ডিএ আন্দোলনকারী ধর্না চালিয়ে যাচ্ছেন। এরপর কীভাবে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের সভা আয়োজনের অনুমতি দেওয়া হল কেন?

আদালত কী বলবে? আর মাত্র ২৪ ঘন্টা হাতে রয়েছে দুই পক্ষের কাছে। তার আগে আদালতের তরফে তৃণমূলের মিছিলও নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয় তা নিয়ে চড়ছে রাজনৈতিক উত্তাপ।