আইএসএল শেষ হওয়ার পরেই ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিয়েছে ভারতীয় ফুটবল (Indian football) দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে মায়ানমার ও কিরঘিজ রিপাবলিক (Kyrgyz Republic)। প্রথম ম্যাচে মায়ানমারকে ১-০ গোলে পরাজিত করেছে ব্লু টাইগাররা। এবার প্রতিপক্ষ কিরঘিজ। আগামী ২৮ মার্চ তাদের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। তার আগেই এবার ভারতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিলেন সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। আগামী ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রবল।
বিশেষ মাধ্যম থেকে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার প্লেনে করে ইম্ফলে আনা হয়েছে এই তারকা ফুটবলারকে। পৌঁছেই বিকেলে টিম মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। তারপর আজ সকাল থেকেই দলের সাথে অনুশীলন শুরু করে সাহাল। তবে এভাবে খেলোয়াড় উড়িয়ে আনার ঘটনা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে একেবারে বিরল। হঠাৎ কেন এভাবে আনা হল সাহালকে তার কোনো উত্তর এখনো পর্যন্ত মেলেনি।
উল্লেখ্য, এবারের এই ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে যে দল ঘোষণা করেছিলেন কোচ ইগর স্টিমাচ তাতে নাম ছিল না এই তারকা ফুটবলের। মূলত রিজার্ভ লিস্টেই ছিলেন সাহাল। একইভাবে নাম ছিল মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল ও ইস্টবেঙ্গল তারকা নাওরেম মহেশের। প্রথমে তাদের দলে না রাখা হলেও আইএসএল শেষ হতেই মহেশ-প্রীতমদের ক্যাম্পে আসার নির্দেশ দেওয়া হয়। এবার উড়িয়ে আনা হল সাহাল কে। চলতি মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও দেশের জার্সিতে কতটা সফল হন, সেদিকেই নজর সকলের।