Militant Attack: জেলেই পুলিশ খুন করে পলাতক জঙ্গিরা, জারি সতর্কতা

দুই জঙ্গির খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ। তারা জেল থেকে পলাতক। আর পালানোর আগে জেলেরই রক্ষীকে গুলি করে খুন করেছে (Militant Attack)।

Authorities issue alert in response to militant attack

দুই জঙ্গির খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ। তারা জেল থেকে পলাতক। আর পালানোর আগে জেলেরই রক্ষীকে গুলি করে খুন করেছে (Militant Attack)। পলাতক দুই জঙ্গির খোঁজে জারি হয়েছে সতর্কতা। সীমান্ত এলাকায় চলছে বিশেষ তল্লাশি। এই ঘটনার জেরে তীব্র বিতর্কের মুখে পুলিশ প্রশাসন। প্রশ্ন উঠছে জেলের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও।

সোমবার অরুণাচল প্রদেশের পুলিশ জানিয়েছে, তিরাপ জেলার খোনসা জেল থেকে পালিয়েছে দুই নাগা জঙ্গি। এরা দুজনই দুই এনএসসিএন (খাপলাং) সংগঠনের সদস্য। দুই নাগা জঙ্গি রোকসেন হোমচা লোয়াং এবং কিটনিয়া আইআরবিএন জেলের রক্ষী কনস্টেবল ওয়াংনিয়াম বোসাইয়ের কাছ থেকে একটি AK-47 ছিনিয়ে নিয়ে গুলি চালায়। পরে তার মৃত্যু হয়।

   

অরুণাচল প্রদেশ পুলিশের মুখপাত্র রোহিত রাজবীর সিং জানান, পলাতক দুই জঙ্গিকে খুঁজতে রাজ্য পুলিশ ও অসম রাইফেলসের যৌথ অভিযান চলছে।

অরুণাচলের তিরাপ জেলা প্রতিবেশি দেশ মায়ানমারে লাগোয়া। দুই জঙ্গি সেদেশে চলে যেতে পারে বলেও মনে করা হচ্ছে।