Panchayat Elections: পঞ্চায়েতে দলের নীতি নির্ধারণে বদল আনতে বৈঠকে মমতা

নিয়োগ দুর্নীতি মামলা থেকে গরু পাচার সহ কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বিস্তর৷ তার ওপর উপনির্বাচনে হার বড় ধাক্কা দিয়েছে ঘাসফুল শিবিরকে

Mamata Banerjee

নিয়োগ দুর্নীতি মামলা (Bengal Recruitment Corruption) থেকে গরু পাচার সহ কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections) আগে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বিস্তর৷ তার ওপর উপনির্বাচনে হার বড় ধাক্কা দিয়েছে ঘাসফুল শিবিরকে। সেখান থেকে দলের স্বচ্ছতা ফেরাতে পুনরায় মানুষের মধ্যে বিশ্বাস জাগাতে দলের মধ্যেই বেশ কিছু নীতি বদল করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো৷ তাই শুক্রবার দলের শীর্ষ নেতৃত্বদের নিয়ে কালীঘাটে বৈঠকে বসতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

সূত্রে খবর, ক্ষমতায় থাকার কারণে রাজ্যের ৯০ শতাংশ পঞ্চায়েত নিজেদের দখলে যাবে৷ এই আত্মবিশ্বাস রয়েছে তৃণমূল নেতাদের মধ্যে। কিন্তু সেই অতিরিক্ত আত্মবিশ্বাস দলের জন্য সুখকর নয়৷ এমনটাই বার্তা দেবেন মমতা। উদাহরণ হিসেবে তুলে ধরতে পারেন সাগরদিঘির কথাও। পাশাপাশি, সংখ্যালঘু ভোটব্যাঙ্কের অবস্থা এখন কোন জায়গায়? তা জানতেও বৈঠকে বসতে চান তিনি।

পঞ্চায়েত ভোটে কারা লড়বেন? পুরাতন কাদের অগ্রাধিকার দেওয়া হবে? এবিষয়ে সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব৷ এদিনের বৈঠকে সেবিষয়েও আলোচনা করা হতে পারে। দুর্নীতির প্রশ্নে দলের অবস্থান জিরো টলারেন্স। যে বা যারা এই কাজে যুক্ত থাকবেন, দল তাদের পাশে থাকবে না। সেই বার্তা দিতে পারেন খোদ নেত্রী।

শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচন নয়, ২০২৪ এর লোকসভা নির্বাচনে দলের স্ট্র‍্যাটেজি কী হবে? সেবিষয়েও আজ বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস ছাড়া জাতীয় রাজনীতিতে কী হবে দলের রণনীতি? বাংলাতেও দলের রণনীতি কী হবে? সেবিষয়েও আলোচনা হতে পারে।