বৃহস্পতিবার নির্বাচনের ফলাফলে ত্রিপুরায় (Tripura) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি৷ সরকার গঠনের জন্য পদক্ষেপ নিয়েছে গেরুয়া শিবির। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই উত্তাল ত্রিপুরা। একাধিক জায়গায় সিপি(আই)এমের কর্মীদের ওপর হামলার অভিযোগ আসছে। অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷
পরিবারের সদস্য সিপি(আই)এম করায় প্রতাপগড়ে এক মহিলার ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, সিপি(আই)এম করায় এই হামলা চালানো হয়েছে। প্রাণ বাঁচাতে থানায় গিয়ে উপস্থিত হন তিনি। অভিযোগ, বাড়িতে ভাই সিপি(আই)এম করে তাই হামলা চালানো হয়েছে৷ যদিও তাঁর ভাই বাড়িতে নেই বলে জানিয়েছেন মহিলা। সেই ঘটনা ইতিমধ্যে গোটা ত্রিপুরায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে, চরিলামে সিপি(আই)এম কর্মীদের বাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। খয়েরপুরে এক কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়। তছনছ করে দেওয়া হয়েছে সোনামুড়ায় সিপি(আই)এমের দলীয় কার্যালয়৷ একাধিক কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
যদিও বিজেপি নেত্রী প্রতিমা ভৌমিকের দাবি, একাধিক জায়গায় বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে। অনেকেই ঘরছাড়া। সন্ধ্যে থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে পশ্চিম ত্রিপুরায়। আগামীকাল সকাল ৬ টা অবধি জারি থাকবে। রাখা হয়েছে পুলিশের কড়া নজরদারি।