ইস্টবেঙ্গল (Cleiton Silva) চুক্তির মেয়াদ বাড়াল ব্রাজিলিয়ার ফুটবলার ক্লেইটন সিলভার (Cleiton Silva) সঙ্গে৷ বৃহস্পতিবার ক্লাব ম্যানেজমেন্টের পক্ষ থেকে এমনইটাই ঘোষণা করা হয়েছে৷ ক্লাব সুত্রে খবর, আরও এক বছরের জন্য লাল-হলুদ শিবিরেই রেখে দেওয়া হয়েছে এই ব্রাজিলিয়ান ফুটবলারকে৷
চলতি মরসুমে ময়দানে খুব ভালো একটা পারফর্মেন্স করতে পারেনি ইস্টবেঙ্গল৷ তবে এই ব্যর্থতার মধ্যেও সবার নজর কেড়েছে ক্লেইটন সিলভা৷ সেই কারণেই দলের এই নির্ভরযোগ্য স্ট্রাইকারকে সামনের মরশুমের জন্যও রেখে দিল ইস্টবেঙ্গল। নতুন মরশুমের জন্য ইতিমধ্যেই তিনি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করে দিয়েছেন।
‘𝑺𝒄𝒐𝒓𝒆 𝒈𝒐𝒂𝒍𝒔? 𝑰 𝒄𝒂𝒏 𝒅𝒐 𝒕𝒉𝒊𝒔 𝒂𝒍𝒍 𝒅𝒂𝒚!’
We have a lot to achieve together, #AmagoCaptain. For the crest, for #AmagoFans! ❤️💛#JoyEastBengal #Cleiton2024 pic.twitter.com/SGPvLDkZyI
— East Bengal FC (@eastbengal_fc) March 2, 2023
এই সই হওয়া পরেই ইস্টবেঙ্গল এফসি-এর ডিরেক্টর সন্দীপ আগরওয়াল বলেছেন, “ক্লিটন সিলভা ইস্টবেঙ্গলের যাত্রা চালিয়ে যেতে পেরে আমরা রোমাঞ্চিত। গত মরসুমে দলের পারফরম্যান্সে তার অবদান অমূল্য ছিল, এবং আমরা বিশ্বাস করি যে তার কাছে আরও অনেক কিছু দেওয়ার আছে…৷
#EXCLUSIVE | Sandeep Agarwal, Director of East Bengal FC : "We are thrilled to have Cleiton Silva continue his journey with East Bengal. His contribution to the team’s performance last season was invaluable, and we believe that he has much more to offer…… pic.twitter.com/oLUVEq1UTz
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) March 2, 2023
একই সঙ্গে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বাড়িয়ে বেশ উচ্ছ্বসিত ক্লেইটন৷ তিনি বলেছেন, “আমি পরের মরসুমে এখানে থাকতে পেরে খুশি। আমি এই প্রজেক্টে বিশ্বাস করি। সমস্যা সত্ত্বেও, আমরা লিগে কিছু ভালো মুহূর্ত কাটিয়েছি। আমি মনে করি আমরা পরবর্তী মরসুমে একসঙ্গে শিখতে এবং বড় হতে পারব। জয় ইস্ট বেঙ্গল!”
#EXCLUSIVE | Cleiton Silva : “I’m happy to be here for the next season. I believe in the project. Despite the problems, we‘ve had some good moments in the league. I think we can learn and grow together in the next season. Joy East Bengal!”#EBFC | #TorchBearers | #ISL pic.twitter.com/ljmVOXKFav
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) March 2, 2023