রাতারাতি হিরো৷ রবিবার রাতের একটা গোলে মশাল-বাহিনী (East Bengal FC) আর সমর্থকদের প্রাণ হয়ে উঠলেন৷ বাংলার মাটিতে এখন জয়গান মনিপুরের মাটির ছেলের৷ হিরো আইএসএল কাপে রবিবার গতবারের চ্যাম্পিয় মুম্বই সিটি এফ-কে ইস্টবেঙ্গল হারানোর পর এখন এই মনিপুরের ছেলে নওরেম মহেশকে (Naorem Mahesh) নিয়ে মাথায় তুলে নাচছে লাল-হলুদ সমর্থকরা৷
কারণ, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে কখনও ম্যাচ জেতেনি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে তিন পয়েন্ট ছিনিয়ে আনবে লাল-হলুদ শিবির, এটা সমর্থকদের কাছে অভাবনীয় বিষয় ছিল। চলতি বছরে আইএসএলে মুম্বইয়ের বিরুদ্ধে ৩-০ হেরেছিল স্টিফেন কনস্টান্টাইনের দল। রবিবারের ম্যাচে সেই শাপমোচন হল। প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে পায় জয় ইস্টবেঙ্গল।
তবে এত কিছুর পরেও কিন্তু ম্যাচের সেরা নওরেম মহেশ৷ পরিসংখ্যান বলছে, আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গল এফসির সেরা ভারতীয় খেলোয়াড় নওরেম৷ পুরো আইএসএলে তিনি মোট ৩৮টি ম্যাচ খেলেছেন৷ তারমধ্যে তার দখলে রয়েছে মোট চারটে গোল৷ আর সতীর্থদের গোল করতে সাহায্য করেছেন সাতটি৷ স্বাভাবিকভাবেই নওরেমের সেরা পারফর্মেন্সটা ধরা পড়েছে টিমের পরিসংখ্যান বিশ্লেষণ করে৷
𝙼𝙰𝙶𝙸𝙲𝙸𝙰𝙽 𝙼𝙰𝙷𝙴𝚂𝙷 🪄❤️💛🔥@NaoremMahesh is the best Indian player of East Bengal FC in the history of ISL.
আরো ভালো খেলতে হবে মিস্টার ম্যাজিশিয়ান !#EastBengalFC #JoyEastBengal pic.twitter.com/sij8e1KgEz
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) February 20, 2023
মনিপুরের উইংগার নওরেম মহেশ সিং’কে (Naorem Mahesh Singh) দুই বছরের চুক্তিতে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। গত মরশুমে নওরেম ইস্টবেঙ্গলে এসেছিলেন লোনে৷ সেই সময় পর্যন্ত ১৮ টা ম্যাচ খেলেছিলেন৷ গোল করেছিলেন দুটি। তার পারফরম্যান্সের ভিত্তিতে ইস্টবেঙ্গল তাকে দলে রেখে দেয় পরের মরশুমের জন্য। এছাড়া শিলং লাজং, কেরালা ব্লাস্টার্স বি, সুদেভা দিল্লি’তে খেলেছিলেন তিনি।