আগের আইএসএল সিজনে ওডিশার কাছে আটকে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ট্রফি জয়ের স্বপ্ন। কিন্তু এবারের মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব। তাই দলের নতুন কোচ মিকেল স্ট্যাহরের নির্দেশ মেনেই দল গঠনের কাজ শুরু করেছিল ম্যানেজমেন্ট।
বিদেশী ফুটবলারদের পাশাপাশি দেশীয় ফুটবলারদের দিকে ও বিশেষ নজর ছিল তাদের। যার মধ্যে উঠে আসতে শুরু করেছিল আইজল এফসির তরুণ উইঙ্গার লালথানমাওয়াইয়ার নাম। গত আইলিগ মরশুমে আইজল এফসির জার্সিতে দুইটি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্ট থেকেছে এই মিজো ফুটবলারের।
হিসেবে অনুযায়ী গত মাসের শেষেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল আইলিগের এই ফুটবল ক্লাবের। সেই সুযোগ কাজে লাগিয়েই এই তরুণ ফুটবলারকে চূড়ান্ত করতে মরিয়া ছিল কেরালা ব্লাস্টার্স। সেইমতো পরবর্তীতে পাঠানো হয় চুক্তিপত্র। অবশেষে দীর্ঘমেয়াদি চুক্তিতে কেরালা ব্লাস্টার্সে যোগদান করলেন এই ভারতীয় ফুটবলার।
আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ফুটবলার এ যোগদান করার কথা জানায় কেরালা ম্যানেজমেন্ট। আগামী ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি হয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। তার উপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলবে দলের পারফরম্যান্সে।
তবে শুধু এই উইঙ্গার নয়। গত কয়েকদিনে একাধিক তরুণ ফুটবলারদের নাম ঘোষণা করেছে কেরালা। বলতে গেলে আগত ফুটবল সিজনে তারুণ্যের পাশাপাশি হাইপ্রোফাইল বিদেশীদের কম্বিনেশনেই বাজিমাত করার পরিকল্পনা রয়েছে তাদের।