গত ৫ ফেব্রুয়ারি ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির কাছে হেরে গিয়ে সমর্থকদের দারুণ হতাশ করেছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এরপর সমর্থকরা ম্যাচ শেষে সঞ্জীব গোয়েঙ্কাকে নাগালে পেয়ে দলের কোচ জুয়ান ফেরান্দোকে (Juan Ferrando) সরানোর আর্জি জানিয়েছিলেন। তারা চান সার্জিও লোবেরা কে কোচের পদে দেখতে। দাড়িয়ে থেকে সমর্থকদের সেই সব দাবী দাওয়া শুনেছেন সঞ্জীব গোয়েঙ্কা। অনেকেই মনে করছেন খোদ গোয়েঙ্কা যখন দাড়িয়ে থেকে সমর্থকদের দাবী দাওয়া শুনেছে,তাহলে হয়তো ফেরান্দোকে সরিয়ে লোবেরাকে আনতে চলেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।
এবার প্রশ্ন হল, এটিকে মোহনবাগান যদি বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে না হারতো তাহলে কি সমর্থকরা এই সব দাবী দাওয়া রাখতো ম্যানেজমেন্টের কাছে। অবশ্য এটা মরশুমের প্রথম হার হজম নয় এটিকে মোহনবাগানের।যেবার হাবাসকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিলো, সেইবার কিন্তু এতো সময় দেয়নি এটিকে মোহনবাগান।
মরসুমের শুরুর দিকে হাবাসকে পরিবর্তন করেছিলো এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তাই এবারও মরসুমের শুরুতে যখন হেরেছিলো মোহনবাগান,তখন যদি ম্যানেজমেন্ট মনে করতো জুয়ান ফেরান্দোর দ্বারা এই কাজ সম্ভব নয়, তাহলে তাকে তখনই সরিয়ে দিতো এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।কিন্তু তারা সেটা করেননি, বরং নতুন মরশুমের জন্যে কোচের পরামর্শ মেনে ফুটবলার আনা শুরু করেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। এর ফলে একটা বিষয় স্পষ্ট যে ম্যানেজমেন্ট ভরসা রাখছে ফেরান্দোর উপর। অবশ্য এর আগে ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছিল যে তারা জুয়ান ফেরান্দোর পরিকল্পনার উপর ভরসা রেখেছেন ভবিষ্যৎ সাফলতা পাওয়ার জন্য।তারা সেই সময় সমর্থকদের ধৈর্য্য ধরে রাখার পরামর্শ দিয়েছিলেন।
জুয়ান ফেরান্দোর পরিকল্পনায় কিছু গলদ আছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোট পাওয়ার ব্যাপারটাকে পুরোপুরি এড়িয়ে দেওয়া যায়না। তাই এই মুহূর্তে এটিকে মোহনবাগানের কোচের পদে নতুন কারোর আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।