চলতি মরশুম শুরুর আগে একাধিক বড়ো মাপের ফুটবলার নিয়ে এসে চমক দিয়েছিলো এটিকে মোহনবাগান দল (ATK Mohun Bagan)। কিন্তু একজন প্রপার বক্সের স্ট্রাইকার নিয়ে খেলতে না নামার সিদ্ধান্ত নিয়ে সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো তার দলটাকে ভীষণ চাপের মুখে ফেলেছে।
এই মরশুমে খানিকা ভিন্ন পদ্ধতিতে দল সাজিয়েছিলেন ফেরান্দো,তিনি চেয়েছিলেন দলে কোনো প্রকার নিশ্চিত গোল করার লোক থাকবেনা,বরং ফলস নাইনের উপর ভরসা করেছিলেন তিনি।ফেরান্দোর এই পরিকল্পনা প্রথম প্রথম কাজে লাগলেও জনি কাউকোর চোট পাওয়ার পর ফেরান্দোর যাবতীয় পরিকল্পনা সব ভেস্তে যায়। এবং একের পর এক ব্যর্থতার মুখ দেখা শুরু করে এটিকে মোহনবাগান।কাউকো চোট পাওয়ায় এটিকে মোহনবাগানের মাঝমাঠের সমস্ত চাপ এসে পড়ে হুগো বুমোসের উপর।মাঝমাঠে বুমোস থাকলে বেশ সচল দেখায় এটিকে মোহনবাগানকে।যে ম্যাচে হুগো বুমোস থাকেনা সেই ম্যাচে ভীষণ চাপে পড়ে যায় সবুজ মেরুন শিবির ।
কার্ড সমস্যার কারণে হুগো বুমোস খেলেননি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে । দায়িত্ব দেওয়া হয়েছিল ফ্রেডরিকো গ্যালেগোকে।কিন্তু গ্যালেগো প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিলেন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে।
আগামী ৯ ই ফেব্রুয়ারি জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে এটিকে মোহনবাগান দলে ফিরতে চলেছে হুগো বুমোস।বুমোস ফেরায় ফের শক্তিশালী হলো এটিকে মোহনবাগানের মাঝমাঠ,সে কথা বলাই বাহুল্য।