রাজ্যে কোটি কোটি কালো টাকার হদিস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন উনি টাকার বিছানায় শুয়ে আছেন। খাটের নিচে টাকা, খাটের উপরে টাকা, বাথরুমে টাকা, সিলিং ফ্রানের নিচে টাকা। শুধু টাকা আর টাকা।
বিরোধী দলনেতা কার বাড়িতে কোটি কোটি টাকা আছে তার ইঙ্গিত দিয়েছেন। তিনি নাম না করে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণ করেছেন।
নাম না করে শুভেন্দু অধিকারী বলেন, উনি বাইশ সালে পাঁচশ বাইশ কোটি টাকার চাঁদা তুলেছিলেন শুধুমাত্র ইলেকটোরাল বন্ডে। এর বাইরেও হাজার কোটি ব্ল্যাক টাকা তুলেছেন। টাকার বিছানায় শুয়ে আছেন।
শুভেন্দু অধিকারীর কটাক্ষের নিশানায় অভিষেক এর পিছনে রয়েছে সাম্প্রতিক বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দলবদল বিতর্ক ইস্যু। হিরণের দাবি, তিনি দলবদল করছেন না। তাঁর ছবি বিকৃত করা হয়েছে। আর তৃ়ণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, এক মিনিটেই সব ফাঁস করে দিতে পারি। ফলে দুজনের মধ্যে বাকযুদ্ধ চরমে। এর আগে দলবদল ইস্যুতে হিরণ দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে।