ATK Mohun Bagan: দীপকের পরিবর্তে ইস্টবেঙ্গলের ফুটবলারকে নিতে পারে মোহনবাগান

এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংড়ির (Deepak Tangri ) চোট ভীষণ গুরুতর। সেই চোট যে সারবে কবে,সেটা এখনও জানা যায়নি।

short-samachar

ইতিমধ্যে আমরা সকলেই জেনেছি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংড়ির (Deepak Tangri ) চোট ভীষণ গুরুতর। সেই চোট যে সারবে কবে,সেটা এখনও জানা যায়নি। তবে পরবর্তী সময়ে শোনা গেছে এই মরসুমে আর মাঠে নামা হবেনা টাংড়ির। এই মুহূর্তে দল থেকে এক ফুটবলার বাদ পড়ায় মারাত্মক চাপে পড়ে গেলো এটিকে মোহনবাগান। রিজার্ভ বেঞ্চ দূর্বল হয়েছে সবুজ মেরুন শিবিরের।

   

যদিও ওই পজিশনে লেনি এবং পুইতিয়ার মতো ফুটবলাররা দলে আছে। তবে টাংড়ি থাকাকালীন এটিকে মোহনবাগানের কাছে ওই পজিশনের জন্যে তিনজন অভিজ্ঞ ফুটবলার ছিলো। যেহেতু এখন টাংড়ি নেই,তাই ম‍্যানেজমেন্ট চাইবেন ওই পজিশনের জন্যে অন‍্য কোনও ফুটবলার এনে সেই জায়গাটাকে ভরাট করতে।

তবে ফুটবলার যেই আসুক, এখানে একটা বিষয় স্পষ্ট যে তাকে পরিবর্ত ফুটবলার হিসেবেই খেলতে হবে সবুজ মেরুন শিবিরে। এই মুহুর্তে এটিকে মোহনবাগানে টাংড়ির সেরা বিকল্প হতে পারেন ইস্টবেঙ্গলের ২৬ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার আঙ্গুসানা।

Defensive midfielder Angusana

চলতি মরসুমে মাত্র এক মিনিট লাল হলুদের হয়ে খেলার সুযোগ পেয়েছেন আঙ্গুসানা। সব দিক দিয়ে বিচার করে দেখলে আঙ্গুসানাকে দলে নিলে বেঞ্চ স্ট্রেন্থ মজবুত হবে সবুজ মেরুনের। ইন্ডিয়ান সুপার লিগের মোট ২৯ টা ম‍্যাচ খেলার অভিজ্ঞতা আছে আঙ্গুসানার। তিনটি গোল করিয়েছেন তিনি। এবার দেখার বিষয় হতে চলেছে টাংড়ির পরিবর্তে অন‍্য কোনও ডিফেন্ডার আনতে চান কি না এটিকে মোহনবাগান টিম ম‍্যানেজমেন্ট।