একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের রাজ্যপাল ছিলেন তিনি। তবে সেই সময় তার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। তবে তা আবার জগদীপ ধনকরের মতও হয়ে যায়নি। তিনি আজ নেই। তাঁকে প্রাক্তন রাজ্যপাল হিসাবে সম্মান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন শোকবার্তা।
এতে তিনি লিখেছেন, “রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী (kesharinath tripathi) রবিবার ভোর ৫টা নাগাদ ৮৮ বছর বয়সে প্রয়াগরাজে তাঁর বাড়িতেই প্রয়াত হয়েছেন। প্রায় এক মাস তিনি গভীর অসুস্থতায় ভুগছিলেন। গত ডিসেম্বরের ৮ তারিখ তিনি স্নানাগারে পড়ে গিয়ে হাত ভাঙেন। ডিসেম্বরের ৩০ তারিখ তাঁকে আহার ক্ষমতা ও প্রস্তাবের পরিমাণ হ্রাস সহ দুর্বলতা ও আনুষঙ্গিক জটিলতার চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সপ্তাহখানেক চিকিৎসার পর তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।
এলাহাবাদ হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ত্রিপাঠী উত্তরপ্রদেশের ছয় বারের বিধায়ক ( এলাহাবাদ দক্ষিণের পরপর পাঁচবার) ও তিনবারের স্পিকার ছিলেন। ১৪ জুলাই ২০১৪ থেকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব সামলেছিলেন। এছাড়াও বিহারের দু’বারের রাজ্যপাল মেঘালয় এবং মিজোরামের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্বভার সামলেছিলেন।”