স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এবার ঘনিষ্ঠদের তলব করল সিবিআই। পার্থর সঙ্গে দেখা করতে কারা আসতেন তা জনাতে পরিচারক সহ বাড়ির অন্যান্য সদস্যদের তলব করা হলো। নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।
সূত্রের খবর,পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের গতকাল রাতেই নোটিশ পাঠানো হয়েছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের অফিসের একাধিক ব্যক্তিদের তলব করা হয়েছে।
গত ২২ জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছিল তদন্তকারী সংস্থা। এর পর থেকেই পার্থর ঠিকানা সংশোধনাগার। সিবিআই তদন্তে উঠে এসেছে শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতির মাস্টারমাইন্ড ছিলেন পার্থ।প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে তাঁর দুর্নীতিতে যোগ নিয়েও প্রশ্ন উঠেছে।
সিবিআইয়ের প্রশ্ন, এর আগে সিবিআই জানতে পেরেছে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে আসতেন মানিক ভট্টাচার্য। তাঁর বাড়িতে আর কাদের যাতায়ত ছিল কাদের যাতায়ত সবচেয়ে বেশী ছিল সবটা জানতেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের তলব করেছে সিবিআই।