গোটা বাংলা রুপম ইসলামের গান কতোটা ভালোবাসে সেটা আলাদা করে কিছু বলার নেই। তার গানের অনুরাগী প্রচুর পরিমাণে।এবার সেই জনপ্রিয় গায়ক প্রবল ভাবে সমালোচিত হচ্ছেন ময়দানে,এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) থিম-সং গাওয়া কে কেন্দ্র করে।
খুব সম্প্রতি এটিকে মোহনবাগানের থিম সং গেয়েছিলেন রুপম ইসলাম। রুপমের গাওয়া সেই গান গুলি এটিকে মোহনবাগানের হোম ম্যাচ চলাকালীন বাজানো হচ্ছে। তবে সেই গান ‘এটিকে মোহনবাগান’ বলেই গাইছেন রুপম।আর এই ব্যাপারটা নিয়েই সরব হয়ে উঠেছে সবুজ মেরুন ভক্তরা।
শেষ দুই বছরের বেশি সময় জুড়ে এটিকে সরানো নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে মোহনবাগানের সমর্থকরা।এক্ষেত্রে বারবার প্রতিশ্রুতি মিললেও কোনও সমাধান মেলেনি। এরমাঝে রুপম ইসলামের গানে এটিকে মোহনবাগানের উল্লেখ আগুনে ঘি ঢালার কাজ করেছে বলা চলে।
রুপম ইসলাম নিজেও একজন মোহনবাগান সমর্থক।এমনকি এই গান গাইবার পর একটি ভিডিও এসেছিলো প্রকাশ্যে, যেখানে নিজেকে আদ্যন্ত মোহনবাগানি বলেই পরিচয় দিয়েছেন তিনি।
বেশ কিছু মোহনবাগানের ফ্যান ফোরামের জন্যে গলা মিলিয়েছেন রুপম ইসলাম। অথচ তিনিই এবার গান গাইলেন এটিকে মোহনবাগানের জন্যে, সেটা ক্লাব সমর্থকদের ভীষণ অবাক করেছে।এই জন্যে সোশ্যাল মিডিয়ায় রুপম ইসলামের প্রতি হতাশা ঝেড়ে ফেলেছে সবুজ মেরুন ভক্তরা।
এবার আসা যাক এটিকে মোহনবাগানের আগত নতুন বিদেশি ফুটবলার প্রসঙ্গে।সোমবার উরুগুয়ের ফুটবলার ফ্রেডরিকো গ্যালেগাওকে দলে তুলে নিলো সবুজ মেরুন ব্রিগেড।মাঝাঠের এই ফুটবলার ভীষণ কার্যকর ফুটবল খেলতে পারেন।ভারতে খেলার অভিজ্ঞতা আছে তার।এর আগে ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছিলেন,যে দলের কাছে গত শনিবার ১-০ গোলে হেরে গেছিলো জুয়ান ফেরান্দোর দল।