বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি করা ডিসেম্বরের তিনটি ‘ধমাকা’ তারিখ সুপার ফ্লপ হয়েছে বলেই দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তবে শুভেন্দুর দাবি, নতুন বছরে কিছু হবে। কী হবে এই প্রশ্ন ঘুরছে। এদিকে ইডি তদন্তকারীদের মধ্যে বদল ঘটেছে। সূত্রের খবর, সারদা আর্থিক (Saradha Scam) কেলেঙ্কারি মামলায় গা ঝাড়া দিতে চলেছে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
নতুন বছরে নতুন করে সারদা বিস্ফোরণ? এমনই গুঞ্জন রাজনৈতিক মহলে। জানা যাচ্ছে ফের সারদা, নারদা, রোজভ্যালি সহ বিভিন্ন চিটফান্ড মামলার তদন্ত প্রক্রিয়ার গতি বাড়াতে চলেছে ইডি। তাৎপর্যপূর্ণ, নারদা ঘুষ কেলেঙ্কারিতে আবার তৎকালীন তৃণমূলী ও বর্তমান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ছবিও আছে। তিনি বিরোধী দলনেতা।
সারদা, নারদা সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির তদন্ত প্রক্রিয়ায় গতি বাড়াতে ইডির কলকাতার জোন-১ দায়িত্বে আনা হয়েছে নতুন জয়েন্ট ডিরেক্টর বিনোদ শর্মাকে। তিনিই এবার চিটফান্ড মামলাগুলির তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কাজ শুরু করবেন।
আর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতি-প্রক্রিয়া বাড়াতেও কলকাতা জোন-২-এর দায়িত্বে নিয়ে আসা হয়েছে সুদেশ কুমার শেরওয়ানকে। সারদা, রোজভ্যালি সহ একাধিক চিটফান্ড মামলার তদন্ত করছে ইডি কলকাতা জোন-১ ও নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কলকাতা জোন-২।
এসবের পাশাপাশি ৪০০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে কলকাতা একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই। তাদের নজরে এক ‘M’ ! তার বিরুদ্ধেই বৃহত্তম আর্থিক তছরুপ, সারদা-নারদ কেলেঙ্কারির একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কে এই ‘M’? তদন্ত স্বার্থে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সিবিআই। তবে জানা যাচ্ছে বিপুল ব্যাংক প্রতারণার মাথা M-এর ঘাঁটি পশ্চিমবঙ্গ।
সূত্রের খবর M-একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার অতীত ও বর্তমান রাজনৈতিক জীবনে বারবার দল বদলের মতো ঘটনা আছে। জানা গেছে, উনিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই) তরফে অভিযোগের ভিত্তিতে একসাথে ১৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। মুম্বই, নাগপুর, কলকাতা, রাঁচি, দুর্গাপুর, বিশাখাপত্তনম এবং গাজিয়াবাদে তল্লাশি চালানো হয়।