Panchayat Panchali: পঞ্চায়েতে জঙ্গলে ‘অমঙ্গল’ পরিস্থিতি তৃণমূলের

গত পঞ্চায়েত নির্বাচনে (panchayat elections) জঙ্গলমহল জুড়ে বিরাট চমক দিয়েছিল বিজেপি। একাধিক পঞ্চায়েত পকেটে পড়েছিল তাঁরা। কিন্তু বোর্ড গঠন করা সম্ভব হয়নি৷ পরবর্তীতে লোকসভা ও…

TMC party in Jangalmahal will influence the panchayat election

গত পঞ্চায়েত নির্বাচনে (panchayat elections) জঙ্গলমহল জুড়ে বিরাট চমক দিয়েছিল বিজেপি। একাধিক পঞ্চায়েত পকেটে পড়েছিল তাঁরা। কিন্তু বোর্ড গঠন করা সম্ভব হয়নি৷ পরবর্তীতে লোকসভা ও বিধানসভা নির্বাচনেও ভোট শতাংশে চমক দেখিয়েছে গেরুয়া শিবির। লোকসভার তুলনায় গত বিধানসভা নির্বাচনে কিছুটা ড্যামেজ কন্ট্রোল করতে পারলেও পঞ্চায়েত নিয়ে ফের চিন্তা শাসক শিবিরে।

সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে বামেদের শাসন জারি ছিল জঙ্গলমহল জুড়ে৷ পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই দেখে তাঁর ওপর ভরসা করেছিল সাধারণ মানুষ। কিন্তু দলের নেতাদের কর্মকান্ডে বীতশ্রদ্ধ ছিলেন তাঁরা৷ তাই ভোট বদলে চলে যায় বিজেপির পকেটে৷ কিন্তু এখন সেই ভোট ঘুরে ফিরতে চলেছে বাম শিবিরে৷ এমনটাই আন্দাজ মিলছে৷ আবার অনেকে বলছেন, বামেরা সেভাবে জায়গা করতে না পারলেও ফের বিজেপির চমক দেখাতে চলেছে।

   

কারণ, বারবার পঞ্চায়েত নির্বাচনে প্রচারে এসে হিন্দুত্বের হয়ে হাওয়া তুলছেন বিজেপি নেতারা৷ জঙ্গলমহলে এই স্ট্র‍্যাটেজি কাজে দেবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, শাসক দলের নেতাদের বিরুদ্ধে যেভাবে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতে তৃণমূলের পক্ষে জয় সহজ হবে না বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা৷

তবে এটাও শোনা যাচ্ছে, জঙ্গলমহলের ওপর বিশেষ গুরুত্ব দিতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এমনকি আদিবাসী, মাহাতো, কুড়মি সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ সুবিধে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ কিন্তু মমতার সরকারের একাধিক প্রতিনিধিদের কার্যকলাপ নিয়ে মোটেই সন্তুষ্ট নয় জঙ্গলমহল৷ এখন আবারও একবার রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিচ্ছেন তাঁরা৷