হঠাৎ করেই জাপান, আমেরিকা, কোরিয়া, ব্রাজিল, চিন-এ করোনা (Corona) বৃদ্ধি পেয়েছে। যা নতুন করে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় মঙ্গলবার প্রতিটা রাজ্যকে করোনা পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার৷
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশ্বের একাধিক দেশে হঠাৎ করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ সেদিক থেকে দেখতে গেলে প্রতিবেশী দেশ চিনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পজিটিভ নমুনার জিনোম সিকোয়েন্সিং করতে হবে। এতে করোনার প্রজাতি ট্র্যাক করা সম্ভব ভারতের SARS-CoV-2 Genomics Consortium (INSACOG) নেটওয়ার্কের মাধ্যমে। ভারতে করোনার কোনও প্রজাতি এসেছে কি না, তা জানা যাবে। ধরা পড়লেই শীঘ্রই পদক্ষেপের নির্দেশ।
বর্তমানে ভারতে ১২০০ কাছাকাছি করোনা সংক্রমণের খবর মিলেছে। কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যগুলির কাছে বার্তা পৌছে দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব রাজেশ ভূষণ৷ একইসঙ্গে স্বাস্থ্য দফতরের বিশেষ কমিটির তরফে জানানো হয়েছে, চিনের করোনা পরিস্থিতি বেগতিক হলেও এ নিয়ে ভারতের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে চিনের কোভিড পরিস্থিতির উপর সর্বদা নজর রাখছে ভারত৷
মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইজল ডিং জানিয়েছেন আগামী দিনে বিশ্বের ১০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যার মধ্যে চিনের ৬০ শতাংশ মানুষের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে৷ যা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে।