বঙ্গে বামশক্তির হাঁড়ির হাল সেই এক দশক আগে থেকে। তবে ছাত্র সংসদ নির্বাচন হয়নি কলেজ বিশ্ববিদ্যালয়ে এমনই অভিযোগ বাম ছাত্র সংগঠন SFI এর। এবার রাজস্থান (Rajasthan) থেকে আসছে অক্সিজেন! কংগ্রেস শাসিত রাজ্যে CPIM এর দুটি বিধানসভা দখলে। আর গোটা রাজ্যে তিরিশটির বেশি কলেজে SFI জয়ী।
রাজপুতনায় কংগ্রেসের ছাত্র শাখা NSUI ও সংঘ পরিবারের ABVP এর সঙ্গে কড়া টক্কর নিয়েছে বাম ছাত্র সংগঠন SFI
রাজস্থান বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের অন্যান্য কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে দু ডজনের বেশি ছাত্র সংসদ SFI দখলে। সংগঠনটির সর্বভারতীয় নেতৃত্ব পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা। অন্যদিকে NSUI এর তাবড় তাবড় নেতার পরাজয় সংবাদে কংগ্রেস শিবিরে চিন্তার মেঘ। এই রাজ্যে বিরোধী দল বিজেপি। আর সংঘ পরিবরের শাখা ABVP বিভিন্ন কলেজে নিজেদের দাপট দেখাচ্ছে।
রাজস্থানের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ ভোটের ফলাফলে SFI এর সর্ববৃহত উত্থানে চমক রাজনৈতিক মহলেও। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা থেকে সিপিআইএমের সরকার চলে যাবার পর গোটা দেশ বাম শক্তির কেন্দ্র একমাত্র কেরল। এর পাশাপাশি হায়দরাবাদ ও তামিলনাড়ুতে বাম শক্তি টিকে আছে। এবং দেশের সর্ব শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান দিল্লির জেএনইউ বাম সংগঠনের দখলে। হিমাচলে আছে SFI শক্তি। এবার রাজস্থান থেকে বাম ছাত্র সংগঠনের বড় জয় এলো।