বলিউডের (Bollywood) লেডি সুপারস্টার বলতে আজও যার নাম সবার প্রথমে আসে তিনি হলেন শ্রীদেবী। শ্রীদেবীর নাচের আইকনিক স্টেপ থেকে তাঁর সৌন্দর্য সবটাই আজও উজ্জ্বল হয়ে রয়েছে। অভিনেত্রীর অকস্মাৎ প্রয়াণে মর্মাহত তাঁর পরিবার থেকে অনুরাগীরাও। তবে আজও শ্রীদেবীর বাড়ির প্রত্যেকটি আনাচেকানাচে এখনও রয়েছে তাঁর ছোঁয়া।
শখ করে নিজের হাতে চেন্নাইয়ের বিলাসবহুল বাংলো সাজিয়েছিলেন শ্রীদেবী। অভিনেত্রীর মৃত্যুর পরেও সেই বাংলো একই রকমের রয়ে গিয়েছে। বেশ কিছুদিন আগে একটি নামী ফ্যাশান ম্যাগাজিনকে নিজের সেই বাংলো ঘুরিয়ে দেখিয়েছেন বলিউড অভিনেত্রী তথা শ্রীদেবী কন্যা জাহ্নবী।
কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর বাড়ির অন্দরমহলে তাকালেই চোখে পড়বে নানান ধরণের পেইন্টিং। জাহ্নবীর কথায় ‘এই বাড়িতেই মা পেইন্টিংয়ের সঙ্গে ভালোবাসা খুঁজে পেয়েছিল। ছুটির দিনগুলো আমরা এভাবেই কাটাতাম। আমি এবং খুশি মায়ের সঙ্গে ছুটি কাটানোর জন্য মুখিয়ে থাকতাম। আর সেখান থেকেই তৈরি হয়েছে আমাদের ছবি আঁকার শখ’।
বেডরুম থেকে শুরু করে বাথরুম বাড়ির প্রত্যেকটি কোণা ঘুরিয়ে দেখান জাহ্নবী। বাড়ির কোন ঘরটি তাঁর মা সবচেয়ে বেশি ভালোবাসতেন সেটিও দেখান তিনি। তখনই দেখা যায়, শ্রীদেবী-বনির বাড়ির মাস্টার বেডরুমের সঙ্গে লাগোয়া বাথরুমে কোনও ছিটকিনি নেই। তখনই এর পিছনের কারণ ফাঁস করেন জাহ্নবী।
জাহ্নবী বলেন, শ্রীদেবী নাকি নিজেই এই বাথরুমে ছিটকিনি লাগাতে দেননি। কারণ কিংবদন্তি অভিনেত্রীর ভয় ছিল যে বাথরুমে ঢুকেই তাঁর মেয়ে, অন্য ছেলেদের সঙ্গে কথা বলবে। আর সেই জন্যই জাহ্নবীকে কোনোদিন বাথরুমের দরজা লক করার অনুমতি দেননি তাঁর মা। শ্রীদেবী চলে যাওয়ার পরেও তাঁর স্মৃতিতে বাথরুমের ছিটকিনি না লাগানো অবস্থাতেই রেখেছেন তারা।
অভিনেত্রী আরও জানান, তাঁদের এই বাড়িতে নাকি আবার একটা সিক্রেট রুম রয়েছে। কিন্তু সেখানে তিনি কখনও যাননি। তাই সবসময় তাঁর মনে হয় সেখানে রহস্যময় কিছু রয়েছে। তবে জাহ্নবী জানান, সেই ঘরে যাওয়ার প্রয়োজন বোধও করেননি তিনি। অভিনেত্রীর কথায়, তাঁদের এই বাড়ির সঙ্গে অনেক ভালোলাগার স্মৃতির পাশাপাশি নতুনত্বের ছোঁয়াও রয়েছে। আর সেই কারণে শ্রীদেবীর স্মৃতি ঘেরা এই বাড়িতে সময় কাটাতে তাঁদের পরিবারের সবার খুব ভালোলাগে।