নিউজ ডেস্ক: বড়া দাসিন শুরু নেপালে। দাসিন অর্থাত দুর্গাপূজা। দাসিনের সপ্তম দিনে হয় আনুষ্ঠানিক দুর্গা বরণ। অনুষ্ঠানের নাম ফুলপাতি। বিশ্বে একমাত্র গণতান্ত্রিক নেপালেই সামরিক মর্যাদায় বা রাষ্ট্রীয় মর্যাদায় দুর্গা বরণ করা হয়। প্রাচীন বন্দুক থেকে বারুদ ঠিকরে এলো। পুরনো কামান থেকে গোলা দাগা হলো। পুরনো রীতি মেনে সামরিক মর্যাদায় নেপালি সেনা বরণ করল দেবী দুর্গা। কাঠমাণ্ডুর তুন্ডিখেল ময়দানে মূল কুচকাওয়াজ হয়। অনুষ্ঠানে সামরিক অভিবাদন গ্রহণ করেন নেপালে নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারি। অত্যাধুনিক কপ্টার থেকে ফুল বর্ষণ করা হয়।
Advertisements
Advertisements