গত ইন্ডিয়ান সুপার লিগ এবং চলতি আইএসএলে দুরন্ত ফর্মে থাকা নাওরেম মহেশ সিং’কে (Naorem Mahesh Singh) ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) থেকে ছিনিয়ে নিতে চাইছে আইএসএল লিগ টপার টিম।
সূত্র মারফৎ জানা গিয়েছে, ইস্টবেঙ্গল এফসির ২০২৩-২৪ আইএসএলের প্রজেক্টে নাওরেম মহেশ রয়েছে।তাই মুম্বই সিটি এফসির অফারের বিষয়টি সামনে আসতেই ক্লাব কর্তারা নড়েচড়ে বসেছে।সূত্রে খবর, ইস্টবেঙ্গল শীর্ষকর্তা এবং ফুটবল সচিব দুজনেই মহেশের সঙ্গে কথা বলবে।ইতিমধ্যে লাল হলুদ বৃটিশ কোচ স্টিফেন কনস্টাটাইনের কানেও মহেশের প্রস্তাবের বিষয়টা সামনে এসেছে।
কনস্টাটাইনের খুব পচ্ছন্দের ফুটবলারদের মধ্যে একজন নাওরেম মহেশ। নাওরেমের প্রতিভা নিয়ে অনেকবার বৃটিশ কোচ খোলাখুলি ভাবে দরাজ সার্টিফিকেট দিয়েছে।এমনকি ইস্টবেঙ্গল ফরোয়ার্ড লাইনের তরুণ এই তুর্কি নাওরেম মহেশ সিং নিজে মুখে স্বীকার করেছেন,তার ফুটবল বোধকে আরও বেশি করে ক্ষুরধার করে তোলার পিছনে কোচ কনস্টাটাইনের একটা বড় ভূমিকা আছে। ফুটবলকে আরও নতুনভাবে চিনতে শিখিয়েছে স্টিফেন স্যার।
মুম্বই সিটি এফসির অফার কিছুটা হলেও নাওরেম মহেশের কাছেও অপ্রত্যাশিত বটে।হুঠ করে এমন অফার পাওয়াতে মহেশ নিজেও যথেষ্ট বিব্রত এমনটাই সূত্রে খবর। কেননা,ইতিমধ্যেই লাল হলুদ ব্রিগেডের কর্তারা আগামী আইএসএল সেশনে মহেশকে স্কোয়াডে রেখেই পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে চাইছে এমনটা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে।
তাই ক্লাব কর্তাদের কাছে ট্রান্সফার বাজারে এই অফার অপ্রত্যাশিত না হলেও হতাশাজনকও নয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কর্তা এই প্রসঙ্গে বলেছেন,ট্রান্সফার সেশনে খেলোয়াড়দের কাছে অফার আসাটা স্বাভাবিক ঘটনা।খেলোয়াড়দের এই সময়ে ম্যাচিওর সিদ্ধান্ত নিতে হয়,দলবদল করলে আখেরে তাদের কেরিয়ারে কতটা টার্নি পয়েন্ট এনে দিতে পারে।সব মিলিয়ে ফিফার শীতকালীন ট্রান্সফার বাজার যথেষ্ট তপ্ত হয়ে উঠেছে এবং ক্লাব কর্তা থেকে শুরু করে ভক্তদের মধ্যেও টেনশনে প্লাস চড়তে শুরু করেছে।