বিদ্যানন্দ সিংয়ের ইস্টবেঙ্গলে যোগদান নিয়ে টানাপোড়েন অব্যাহত

বেশ কিছুদিন ধরেই রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির মিডফ্লিডার বিদ্যানন্দ সিং’র (Bidyananda Singh) ইস্টবেঙ্গল এফসি’তে (East Bengal) যোগদান নিয়ে টানাপোড়েন চলছে।সূত্রে খবর,ইস্টবেঙ্গল ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে…

Bidyananda Singh

বেশ কিছুদিন ধরেই রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির মিডফ্লিডার বিদ্যানন্দ সিং’র (Bidyananda Singh) ইস্টবেঙ্গল এফসি’তে (East Bengal) যোগদান নিয়ে টানাপোড়েন চলছে।সূত্রে খবর,ইস্টবেঙ্গল ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে মানসিক প্রস্তুতি সেরে ফেলেছে।এই প্রস্তুতির অংশ হিসেবে বছর ২৫’র বিদ্যানন্দ একেবারে ফিট।

সূত্রে আরও জানা গিয়েছে,সেন্ট্রাল মিডফ্লিড এবং ডিফেন্সিভ মিডফ্লিডে তরুণ তুর্কির হাতে দূর্গ রক্ষার দায়িত্ব হিসেবে চলতি আইএসএল এবং আগামী লিগে মণিপুরের ছেলে বিদ্যানন্দ সিং সেরা অপশন হয়ে উঠতে পারে।তাই ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট জোরকদমে ঝাঁপিয়েছে এই ফুটবলারকে ট্রান্সফার বাজার থেকে তুলে আনতে।

Advertisements

AIFF এলিট আকাদেমি থেকে উঠে আসা ফুটবলার বিদ্যানন্দ সিং ২০২১-২২ মরসুমে ATKমোহনবাগান,বেঙ্গালুরু এফসির টিমে ছিলেন।তারও আগে ২০১৬-১৭ আইএসএল সেশনে ATK কলকাতার স্কোয়াডে দেখা গিয়েছিল এই ফুটবলারকে।রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি দলে নিয়মিত সুযোগ না পেলেও ফুটবল মহল মনে করছে যথেষ্ট প্রতিভা রয়েছে ফুটবলার বিদ্যানন্দ সিং’র মধ্যে।সূত্রে খবর,২০২৪ সালের ৩১ মে পর্যন্ত আইলিগ এই ক্লাব দলের সঙ্গে চুক্তি থাকলেও ইস্টবেঙ্গল এফসিতে এসে ফের আইএসএল খেলতে মুখিয়ে রয়েছে বিদ্যানন্দ। সবকিছু ঠিকঠাক থাকলে লাল হলুদ জার্সি গায়ে খেলার সম্ভাবনা রয়েছে এই ফুটবলারের।