ডিসেম্বরে আর্থিক সংকট আসতে চলেছে, সাবধান করলেন শুভেন্দু

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসক দলের বিরুদ্ধে ঝাঁঝ বাড়াচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ এতদিন তাঁর আক্রমণের নিশানায় ছিল রাজ্যের শাসক…

Suvendu Adhikari

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসক দলের বিরুদ্ধে ঝাঁঝ বাড়াচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ এতদিন তাঁর আক্রমণের নিশানায় ছিল রাজ্যের শাসক ও প্রথম সারীর নেতারা। এখন প্রশাসনিক কর্তাদের আক্রমণ করতে বিন্দুমাত্র পিছপা হলেন না নন্দীগ্রামের বিধায়ক৷ তমলুকের এক সভা থেকে বেনজির ভাষায় শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি৷

পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে বিরোধী দলনেতার মন্তব্য, পশ্চিমবঙ্গে ভিখারি সরকার চলছে। আমি ১১ হাজার টাকা চাঁদা দিয়েছি ট্রাফিক পুলিশকে। ডিএ তো আপনাদের দিচ্ছে না। লাগলে আরও দেব, কোনও চিন্তা করার কারণে নেই। দেউলিয়া সরকার। এবার তো আইসিডিএস কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্ধেক টাকা ঢুকেছে। খোঁজ নিয়ে দেখবেন দিদি-বোনদের কাছে। বলছে, একসঙ্গে দিতে পারিনি। তারপর যদি ডিসেম্বর মাসে ডিএ-র অর্ডার হয়ে গেলে তো হয়েই গেল। ২৩ হাজার কোটি দিতে হবে তাহলে।

কৃষকদের বিভিন্ন পরিষেবার নাম করে বঞ্চনা করা হচ্ছে। এই অভিযোগ তুলে শুক্রবার তমলুকে মিছিল করে বিজেপি। সেখান থেকে স্বমূর্তিতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন৷ তিনি বলেন, এই রাজ্যের সরকার অগণতান্ত্রিক, পরিবার তোষণ করে চলছে। কেন্দ্রের একাধিক প্রকল্প নাম বদল করে বাংলার নাম করেছে। সেইগুলি এখন মোছা হচ্ছে। রাজ্যে একটা ভিখারি সরকার চলছে৷

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সব দল শুরু করলেও এখন থেকে লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চাইছে বিজেপি। আগামী সপ্তাহেই সমস্ত সাংসদদের সঙ্গে বৈঠক সারবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারীও৷ শুক্রবার তমলুকের সভা থেকে শুভেন্দু জানিয়ে দিলেন ওই আসনে দেড় লক্ষের বেশী ভোটে জিতবে বিজেপি৷