জানুয়ারি ফিফা উইন্ডোকে কাজে লাগিয়ে প্রায় সমস্ত ফুটবল দলই ঘর মেরামত করার কাজে হাত লাগায়। মোহনবাগানের (ATK Mohun Bagan) পড়শি ক্লাব ইস্টবেঙ্গল এফসি দলে জানুয়ারি ফিফা উইন্ডো দিয়ে ভোলবদলের আসরে নেমেছে ক্লাব কর্তারা। কিন্তু উল্টো ছবি ধরা পড়েছে সবুজ মেরুন ক্যাম্পে।
শনিবার আইএসএলে ATKমোহনবাগান খেলতে নামবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। শুক্রবার ছিল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স।এখানে এসে সবুজ মেরুন হেডকোচ হুয়ান ফেরান্দোর কাছে জানতে চাওয়া হয় সবুজ মেরুন জার্সি গায়ে কোনও বিশ্বকাপারকে খেলতে দেখা যাবে কিনা? পত্রপাঠ এমন সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে ফেরান্দোর জবাব,” না, একেবারেই না। আমাদের দল যথেষ্ট ভাল। সেরা খেলোয়াড়রা রয়েছে আমাদের দলে। কোনও বড় নামের খেলোয়াড়কে নিয়ে আসার কোনও প্রয়োজন নেই আমার”।
প্রসঙ্গত,এফসি গোয়ার কাছে ফতোরদায় শোচনীয় হারের পাঁচ দিনের মধ্যে লিগের সেরা দল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়ে মেরিনার্সরা প্রমাণ করে দিয়েছে তারা ফুরিয়ে যায়নি।এখনও তাদের মধ্যে খেলার অনেক কিছু বাকি আছে।তাই সবুজ মেরুন ভক্তরাও এখন বেঙ্গালুরুর মাটিতে প্রিয় দলের ব্যাক টু ব্যাক জয় দেখতে মুখিয়ে রয়েছে।