Vikram Gokhale: গুজব নয় সত্যি, চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে

ফের বলিউডের নক্ষত্র পতন। বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলের(Vikram Gokhale) জীবনাবসান। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৪ বছর।আজ শনিবার পুণের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই…

Vikram Gokhale: গুজব নয় সত্যি, চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে

ফের বলিউডের নক্ষত্র পতন। বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলের(Vikram Gokhale) জীবনাবসান। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৪ বছর।আজ শনিবার পুণের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা।

Advertisements

কয়েকদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার খারাপ হওয়ায় কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।২০১৬ সালে গলার সমস্যা দেখা দেওয়ায় তিনি অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেন। তারপর থেকে আর তাঁকে অভিনয় জগতে সেই ভাবে দেখা যায়নি।

Advertisements
   

আচমকায় বুধবার তাঁর শারীরিক অবস্থা খুব অবনতি ঘটে। ওইদিনই রাতে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। ওই দিনই সোশ্যাল মিডিয়া তাঁর মৃত্যুর গুজব খবর রটে যায়। পরে তাঁর পরিবার তরফ থেকে ওই খবর মিথ্যে বলে জানানো হয়। তবে শেষ রক্ষা হলো না, সত্যিই চলে গেলেন বিক্রম গোখলে। পুনের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা বৃথা করে মৃত্যু হয় তাঁর।