18 C
Kolkata
Sunday, February 5, 2023

Bollywood: সার্কাস দেখাতে আসছে রণবীরসহ তার পঙ্গপাল

- Advertisement -

শীতকালের মরসুম মানেই অনেক জায়গায় ঘুরতে যাওয়া, পিকনিক, আনন্দ, হইচই এবং আরো অনেক কিছু। কিন্তু এই শীতকালে এত সব কিছুর মাঝে আরো একটা বিনোদনের উপকরণ বাদ পড়ে যাচ্ছে আনন্দের তালিকা থেকে, তাহলে সার্কাস। বিশেষত, আশি এবং নব্বই শতকের শিশুরা অফুরন্ত উপভোগ করেছে সার্কাস। কিন্তু সময়ের সাথে সাথে অনেক নিয়মকানুনে বাঁধা পড়ে সার্কাস হয়েছে এখন প্রায় বিলুপ্তির পথে। বর্তমান যুগের শিশুরা সেই অর্থে সার্কাসে কী হয় না হয় তা নিয়ে কোনো ধারণা নেই। ইতিমধ্যেই হতে জানতে পারা যাচ্ছে যে, চলতি বছরের ডিসেম্বর মাসে ক্রিসমাসের সময় অর্থাৎ ২৩শে ডিসেম্বর আসতে চলেছে রোহিত শেট্টির ‘সার্কাস’। ইতিমধ্যেই এই সিনেমার(bollywood) প্রথম পোস্টার এসে গিয়েছে দর্শকদের সামনে।

- Advertisement -

https://www.instagram.com/p/ClaZfR3o-iz/?igshid=YmMyMTA2M2Y=

- Advertisement -

সিম্বা’ ছবির পর দ্বিতীয়বারের মতো একসঙ্গে দেখা যাচ্ছে রোহিত ও রণবীর জুটিকে। তবে এবার ছবিটি কমেডিতে ভরপুর হতে যাচ্ছে। পোস্টারের মাধ্যমে দেখতে পাওয়া যাচ্ছে এই চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় রণবীর সিং ছাড়াও এতে জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে, বরুণ শর্মা, জনি লিভার, সিদ্ধার্থ যাদব এবং সঞ্জয় মিশ্রকে দেখা যাচ্ছে। আগামী সপ্তাহে এই সিনেমা ট্রেলার মুক্তি পাবে বলে জানতে পারা যাচ্ছে। রণবীর সিংকে এর আগে এই ধরনের কোনো চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যায়নি। রোহিত শেট্টি মানেই ধুমধুমার অ্যাকশন সিনেমা। আকর্ষণীয় এই সিনেমার পোস্টার দেখে সিনেমার প্রেমিকা যথেষ্ট আগ্রহে রণবীর সিংয়ের কী সিনেমা আসতে চলেছে।