শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) খেলা রয়েছে। প্রতিপক্ষ ওড়িশা এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে বৃ্হস্পতিবার ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন কনস্টাটাইন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হন।
টানা চার ম্যাচ হারের পর চলতি ইন্ডিয়ান সুপার লিগ (ISL) দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এই জয়ের আগের মুহুর্তেও প্রিয় দলের হারের জেরে কোচ কনস্টাটাইনের ফুটবল দর্শন নিয়ে ভক্তরা একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেছিল লাল হলুদের বৃটিশ কোচকে। সামনে আবার একটা ম্যাচ।কনস্টাটাইন ভালো মতই জানেন খেলার রেজাল্ট লাল হলুদ ভক্তদের মনের মতো না হলে আবার সমালোচনা শুরু হয়ে যাবে। প্রসঙ্গে কনস্টাটাইনের প্রতিক্রিয়া, “আমি এখানে জনপ্রিয়তার প্রতিযোগিতা জিততে আসিনি। দলের ছেলেদের ফুটবল ম্যাচে সফল হতে সাহায্য করতে এসেছি।”
টুর্নামেন্টে ঘরের মাঠে রেন্ড এন্ড গোল্ড ব্রিগেড এখনও জয়ের মুখ দেখেনি।দুটো ম্যাচ জিতেছে হোম টিমের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে।কিন্তু নিজেদের ঘরের মাঠ যুবভারতীতে জয়ের ভাঁড়ার শূণ্য। তাই ভক্তদের প্রত্যাশা স্বাভাবিক ঘরের মাঠে উইনিং ট্র্যাকে ফিরুক লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।