Nadia: মুকুলকে নিয়ে রাস উৎসবের পঞ্চায়েত জনসংযোগে মমতা

তিন দিনের নদীয়া(Nadia) সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নদীয়া সফরে সঙ্গী মুকুল রায়। তিনি বিজেপির বিধায়ক তবে তৃ়ণমূলে যোগ দিয়েছেন ফের।  বছর শেষে পঞ্চায়েত নির্বাচনের…

তিন দিনের নদীয়া(Nadia) সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার নদীয়া সফরে সঙ্গী মুকুল রায়। তিনি বিজেপির বিধায়ক তবে তৃ়ণমূলে যোগ দিয়েছেন ফের। 

বছর শেষে পঞ্চায়েত নির্বাচনের আগে দলের ড্যামেজ কন্ট্রোল দিতে ময়দানে নামতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তিন দিন ধরে দলের একাধিক নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি। তাই একেবারে নিচুতলার জল মাপতে মমতার সঙ্গী হচ্ছেন মুকুল।

গত বছর বিধানসভা নির্বাচনের পরেই তৃণমূলে কামব্যাক করেছিলেন মুকুল রায়। এরপর থেকেই তাঁর বিধায়ক পদ নিয়ে দীর্ঘ সময় ধরে চলছিল টানাপোড়েন। সেই সমস্যা কাটতেই এখন সক্রিয় হতে শুরু করেছেন মুকুল রায়। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমোর নির্দেশেই একাধিক জেলার দায়িত্ব নিতে চলেছেন তিনি। 

শুরু হয়েছিল গতমাস থেকে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বিজয়া সারতে গিয়ে ঘন্টাখানেক বৈঠক করেন মুকুল রায়। তখন থেকেই রাজনৈতিক মহলে মুকুল রায়কে জল্পনা শুরু হয়েছিল। মনে করা হয়েছিল এবার সক্রিয় রাজনীতিতে মুকুলকে প্রত্যাবর্তনের সবুজ সংকেত দিতে চলেছেন মমতা। সময় পেরিয়ে সেটাই হল। মুকুলের পাশাপাশি বাড়তে শুরু করল তৃণমূলের নেতাদের ভিড়।

রাজনৈতিক মহলের ব্যাখা, গুজরাটের প্রসঙ্গ টেনে নাগরিকত্বের হাওয়া তুলে মতুয়া ভোট আদায়ের চেষ্টা করছে বিজেপি। এরই মধ্যে মমতার নদীয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার ওপর নিয়োগ দুর্নীতি মামলায় নদিয়া জেলার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করেছে। অন্যদিকে, রয়েছে সাংগঠনিক গাফিলতি।