বাঁকুড়ার সভা থেকে নাম না করে সৌমিত্র খাঁকে হুঁশিয়ারি মমতার

ভোট প্রচারে আজ বাঁকুড়ার জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনসভায় বক্তব্যের শুরুতেই নাম না করে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে আক্রমণ শানালেন মমতা। পুরোনো…

ভোট প্রচারে আজ বাঁকুড়ার জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জনসভায় বক্তব্যের শুরুতেই নাম না করে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে আক্রমণ শানালেন মমতা। পুরোনো ছবি প্রকাশ্যে আনার হুঁশিয়ারি মমতার। মমতার হুঁশিয়ারি, ‘সব ছবি আমার কাছে আছে, ছবি ফাঁস করলে বুঝবেন বিষ্ণুপুরের সাংসদ কত আদর্শবান।’ শুধু তাই নয়, এদিন বাঁকুড়া ও বিষ্ণুপুরের দুই বিদায়ী সাংসদকে একযোগে আক্রমণ শানান মমতা। মমতার প্রশ্ন, ‘বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদরা কিছু করছেন। এঁরা মানুষের কাজ করে না, এঁরা শুধু নিজের কাজেই ব্যাস্ত।’ 

এদিনের জনসভায় তৃণমূল সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা বাঁকুড়াবাসীকে স্মরণ করিয়ে দেন মমতা। পাশাপাশি বিজেপি যে কিছুই করেনি, তার খতিয়ানও তুলে ধরেন মমতা। অন্যদিকে বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন তিনি। মমতার দাবি, ‘তৃণমূল চাকরি দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, সবুজসাথীর সাইকেল দিয়েছে। কী করেছে বিজেপি সরকার’, প্রশ্ন মমতার।

এদিন প্রধানমন্ত্রীকেও তীব্র আক্রণ করেন মমতা। মোদীর ৪ জুনের পর সবাইকে জেলে পোড়ার হুঁশিয়ারির বিরুদ্ধে গর্জে ওঠেন মমতা। তাঁর কথায়, ‘লোকতন্ত্র, গণতন্ত্রকে জেলে পরিণত করেছেন প্রধানমন্ত্রী। কোনও দেশের প্রধানমন্ত্রীর মুখে এধরণের কথা শোভা পায় না।’ 

আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন। লোকসভা ভোটের প্রচারে বিরোধীদের আক্রমণ শানাতে পিছিয়ে নেই কোনও দলই৷ তবে কার কথা বিশ্বাস করবে জনগন, কোন দলের কথায় আস্থা রেখে ভোট দেবে মানুষ তা তো সময়ই বলবে৷