(Gujarat Bridge collapse:)
- গুজরাটে ভয়াবহ সেতু বিপর্যয়। বহু নিখোঁজ।
- কমপক্ষে ৪০০ জনকে নিয়ে সেতু ভাঙল গুজরাটে
- সম্প্রতি এই সেতু সংস্কার করে নির্বাচনী প্রচারে তথ্য দিয়েছিল বিজেপি
বিধানসভা ভোটের আগে এমন দুর্ঘটনার পর রাজ্যের শাসক বিজেপির দিকে সংস্কারমূলক কাজের ফিরিস্তি দেওয়ার পর তীব্র কটাক্ষ শুরু হয়েছে। দিন কয়েক আগে এই সেতু সংস্কার করে পুনরায় চালু করা হয়। সেই তথ্য দিয়ে নির্বাচনী প্রচার করেছে বিজেপি।
রবিবার সন্ধে নাগাদ মোরবি জেলার মাচ্চু নদীর উপর সেই সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। উপরে থাকা সকলেই নদীতে পড়ে যান। শুরু হয়েছে উদ্ধার। ভেঙে পড়া সেতুর তলায় কতজন চাপা পড়েছেন তার হিসেব নেই।
বিধানসভা ভোটের আগে এমন দুর্ঘটনার পর রাজ্যের শাসক বিজেপির দিকে সংস্কারমূলক কাজের ফিরিস্তি দেওয়ার পর তীব্র কটাক্ষ শুরু হয়েছে। দিন কয়েক আগে এই সেতু সংস্কার করে পুনরায় চালু করা হয়। সেই তথ্য দিয়ে নির্বাচনী প্রচার করেছে বিজেপি।
রবিবার সন্ধে নাগাদ মোরবি জেলার মাচ্চু নদীর উপর সেই সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। উপরে থাকা সকলেই নদীতে পড়ে যান। শুরু হয়েছে উদ্ধার। ভেঙে পড়া সেতুর তলায় কতজন চাপা পড়েছেন তার হিসেব নেই।