সিত্রাং ঘূর্ণিঝড় (Sitrang Cyclone) বাংলাদেশের (Bangladesh) উপকূলে আঘাত করেছে। সোমবার রাত থেকে এই ঝড়ের দাপটে লক্ষাধিক মানুষ গৃহহীন। মঙ্গলবার সকাল থেকে ধংসচিহ্ন দেখা যাচ্ছে। ঝড়ের আঘাতে নিহতদের সংখ্যা বাড়ছে। জানা যাচ্ছে দশ জন মৃত।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে,,উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। বিজ্ঞপ্তিতে বলা হয়,ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার মধ্যরাতে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এ সময় ঘূর্ণিঝড়টি বৃষ্টি ঝরিয়ে দ্রুত দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া অধিদফতর বলেছে, অমাবশ্যা তিথি ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে জলোচ্ছ্বাস হয়। ফের এমন সম্ভাবনা দেখা যাবে।
বাংলাদেশের উপকূলীয় বিভাগ চট্টগ্রাম, খুলনা ও বরিশালের অন্তর্গত ১৯টি জেলায় ঘূর্ণির প্রভাব পড়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তির্ণ এলাকায় ধংসচিহ্ন স্পষ্ট।