Cyclone Sitrang: ঘূর্ণিঝড়ের মুখ বাংলাদেশের দিকে: মৌসম ভবন

উৎসবের মরশুমে বিরাট দুর্যোগের আশঙ্কা ছিল দক্ষিণবঙ্গে। সামুদ্রিক ঘূর্ণির (cyclone) অভিমুখ সরেছে বাংলাদেশের (Bangladesh) দিকে৷ মৌসম ভবন (Mausam Bhawan) জানাচ্ছে বঙ্গোপসাগরের বাংলাদেশের (Bangladesh) উপকূলেই জমি…

Cyclone Sitrang: ঘূর্ণিঝড়ের মুখ বাংলাদেশের দিকে: মৌসম ভবন

উৎসবের মরশুমে বিরাট দুর্যোগের আশঙ্কা ছিল দক্ষিণবঙ্গে। সামুদ্রিক ঘূর্ণির (cyclone) অভিমুখ সরেছে বাংলাদেশের (Bangladesh) দিকে৷ মৌসম ভবন (Mausam Bhawan) জানাচ্ছে বঙ্গোপসাগরের বাংলাদেশের (Bangladesh) উপকূলেই জমি স্পর্শ করবে সিত্রাং (Sitrang)। ফলে পশ্চিমবঙ্গের উপকূলে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটির ঘূর্ণিঝড়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা৷ ২৫ তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারী করা হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। এ বার দফায় দফায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

Advertisements

আমফানের মতো সিত্রাং প্রভাব কলকাতায় পড়ার আগেই পদক্ষেপ নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে৷ বিপজ্জনক বাড়িগুলি থেকে সকলকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় থেকে মোকাবিলার জন্য ব্যবস্থা নিয়েছে বিদ্যুৎ দফতর। প্রায় ৬০ হাজার কর্মী সর্বদা প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷

জনস্বাস্থ্য কারিগরী দফতরের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ২৮টি মোবাইল ট্রিটমেন্ট ভ্যান মোতায়েন করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবে এই ভ্যান। তবে এর প্রভাবে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে পড়বে বলেই মনে করা হচ্ছে।